ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। বুধবার রাতে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হল না (Tapas Saha Passes Away)। বৃহস্পতিবার সকাল ৮ টা ১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজনৈতিক জীবন (Tapas Saha Passes Away)
তাপস সাহার রাজনৈতিক জীবন শুরু হয় পলাশিপাড়া কেন্দ্র থেকে। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন তিনি। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দল তাঁকে তেহট্ট কেন্দ্র থেকে প্রার্থী করে। সেখান থেকেও জয়ী হয়ে বিধানসভায় প্রবেশ করেন তাপস সাহা।
আরও পড়ুন: Step Son of Dilip Ghosh Die : রহস্যজনক মৃত্যু দিলীপ ঘোষের স্ত্রীর একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের!
তাঁর রাজনৈতিক ক্যারিয়ার যতটাই গতিশীল ছিল, ততটাই বিতর্কে জড়ায় পরবর্তী সময়ে। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁর নাম উঠে আসে আলোচনায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁর বাড়িতে হানা দেয়, তদন্তে তাঁর কণ্ঠস্বর সংগ্রহ করা হয়, এবং বাড়ির নথিপত্র খতিয়ে দেখা হয়।
শারীরিক অসুস্থতা সত্ত্বেও দলে সক্রিয় ছিলেন (Tapas Saha Passes Away)
দলীয় সূত্রে খবর, তাপস সাহা গত কয়েক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। এমনকি চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেও যান তিনি। তবে ফিরেই সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে শুরু করেন। কিন্তু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না, তা একাধিকবার প্রকাশ পায়।
আরও পড়ুন: Nepaldev Bhattacharya: প্রয়াত সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য, শোকের ছায়া রাজনৈতিক মহলে
বুধবার রাতে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
তদন্তচাপের মধ্যেই মৃত্যু? উঠছে প্রশ্ন (Tapas Saha Passes Away)
ঠিক মৃত্যুর আগের দিনই, বুধবার, কলকাতা হাই কোর্টে সিবিআই জানায়, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাপস সাহার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছে বিধানসভার অধ্যক্ষ। তবে রাজ্যের দুর্নীতিদমন শাখা এখনও কেস ডায়েরি ও সম্পূর্ণ নথিপত্র সিবিআইকে দেয়নি বলে অভিযোগ।
এই অবস্থায় হঠাৎ করে বিধায়কের মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন প্রশ্ন (Tapas Saha Passes Away)। তদন্তের চাপ কি অসহনীয় হয়ে উঠেছিল তাঁর কাছে? মানসিক চাপই কি ডেকে এনেছিল মরণঘাতী ব্রেন স্ট্রোক?