ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চুপি চুপি বিয়ের সানাই বাজল ফের টলি পাড়ায়। গত ৩ অক্টোবর বৃহস্পতিবার টলিপাড়ায় হয়ে গেল আরও একটি বিয়ের অনুষ্ঠান। তবে এই বিয়েটা সামাজিক ভাবে না হলেও আইনি প্রক্রিয়ায় চারহাত এক হয়েছে টেলিভিশনের তারকা জুটির। টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ শুভ্রজিৎ ও প্রিয়াঙ্কা পুজোর আগেই বাগদান ও আইনি বিয়ে সম্পন্ন করলেন। তাদের দুজনেরই প্রেমের গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। অবশেষে সবাইকে চমকে দিয়ে ৩ অক্টোবর নিজেদের বাগদান সেরে নিলেন টলিউডের এই জুটি।
৩ অক্টোবর টলিপাড়ায় বিয়ে হয়েছে আরেক জুটি রূপসা ও সায়নদ্বীপের। এরই মাঝে টলিপাড়ায় উঠে এলো আরও একটি সুখবর। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল একের পর এক বিচ্ছেদ। কিন্তু এই সময় দাঁড়িয়ে এক নতুন সম্পর্ক তৈরি হতেও সবাই দেখছে। যা দেখে খুশি টলি প্রেমীরা।
শুভ্রজিৎকে এর আগে দেখা গিয়েছিল কনস্টেবল মঞ্জু ধারাবাহিকে,এবং প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছিল অষ্টমী ধারাবাহিকে। এখন দুজনকেই আর ধারাবাহিকে সে ভাবে দেখা যাচ্ছে না। তবে তাঁদের বিয়ের খবরে ভক্তরা ভীষণ খুশি। যদিও এই তারকা দম্পতি তাঁদের বিয়ের অনুষ্ঠানটি খুবই ব্যক্তিগত রেখেছিলেন। বিয়েতে বন্ধুবান্ধব ও কাছের আত্মীয়রা ছাড়া তেমন কাউকে দেখা যায়নি। এই আইনি বিয়ের অনুষ্ঠানে দুজনকেই দেখা গিয়েছে বাঙালি সাজে।
আরও পড়ুন: https://tribetv.in/two-people-arrested-by-police-due-to-alligation-of-banshdroni-accident-case/
প্রিয়াঙ্কা পড়েছিলেন হালকা গোলাপি রঙের একটি শাড়ি, আর শুভ্রজিৎ পড়েছিলেন প্রিয়াঙ্কার শাড়ির সাথে রং মিলিয়ে পাঞ্জাবি। প্রিয়াঙ্কার পরনের ছিল সাবেকী গয়না।আশীর্বাদ মালাবদল করে আইনি বিয়ে সেরেছেন এই নব তারকা জুটি। বিকেলে বাগদানের অনুষ্ঠানে দুজনকেই দেখা গিয়েছিল একটু অন্যরকম সাজে। প্রিয়াঙ্কা ও শুভজিত দুজনেই পড়েছিলেন সাদা রঙের পোশাক। আংটি বদলের পর কেক কেটে তাঁরা শুরু করলেন তাঁদের জীবনের নতুন পথচলা।