ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)বিমানে জঙ্গি হামলার হুমকি! প্রধানমন্ত্রীর বিমান উড়িয়ে দেবে জঙ্গিরা! ফোনের ও পার থেকে মুম্বই পুলিশকে এমনই জানিয়েছিলেন এক ব্যক্তি। মঙ্গলবারই এই হুমকি ফোন পায় তারা। তার পরই তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানাল মুম্বই পুলিশ।
মোদির আমেরিকা সফরের আগেই উড়ো ফোন(Narendra Modi)
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির(Narendra Modi) আমেরিকা সফরে যাওয়ার আগেই এই উড়ো ফোন আসে। ১১ ফেব্রুয়ারি মুম্বই পুলিশ(Mumbai Police)কন্ট্রোল রুমে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে, যেখানে জানানো হয় যে, জঙ্গিরা প্রধানমন্ত্রী মোদীর বিমানে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করেছে। এই হুমকি অত্যন্ত গুরুতর হওয়ায়, পুলিশ দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলিকে জানায় এবং তদন্ত শুরু করে।
তদন্তে নেমে গ্রেফতার এক(Narendra Modi)
মুম্বই পুলিশ জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোনে এক ব্যক্তি জানান, বিদেশ সফরে প্রধানমন্ত্রী মোদির(Narendra Modi)বিমানে হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বিমানে বোমা-হামলা করার ছক কষেছে। খবর পাওয়ামাত্রই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। বিভিন্ন সংস্থাকে হুমকি ফোনের বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে মুম্বইয়ের চেম্বুর থেকে এক ব্যক্তিকে আটক করেন তদন্তকারীরা। জানা যায়, তিনিই কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। গ্রেফতার করে তাঁকে ওই হুমকি ফোনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর মানসিক অবস্থা স্থিতিশীল নয়।
আরও পড়ুন: Rahul Gandhi: সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে তলব করল আদালত
নতুন নয় মোদির প্রাণনাশের হুমকি ফোন
মোদির প্রাণনাশের হুমকি ফোন পাওয়া নতুন ঘটনা নয়। গত বছর ডিসেম্বরে মুম্বই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোন এসেছিল। আইএস জঙ্গিযোগের কথাও বলা হয়েছিল। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার আগে, মোদির প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ।
আরও পড়ুন: Narendra Modi : কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে বাড়বে বেকারত্ব ? প্যারিস এআই সম্মেলনে উত্তর দিলেন মোদী
বুধেই আমেরিকায় মোদি
সোমবার বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। ফ্রান্স সফর শেষে তাঁর গন্তব্য আমেরিকা। মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার ভাল-খারাপ দিকগুলি তুলে ধরেছেন। তার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে নৈশভোজ সারেন। একান্ত বৈঠকও হয়। বুধবার মোদি এবং মাকরঁ, দু’জনে মার্সেইতে মাজারগুয়েস যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শন করবেন। যুদ্ধে শহিদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন মোদি। ফ্রান্স সফর সেরে আমেরিকায় পাড়ি দেবেন তিনি। ভারত ছাড়ার আগে মোদি জানিয়েছিলেন, তাঁর মার্কিন সফর দুই দেশের মধ্যে বোঝাপড়া বৃদ্ধির সুযোগ এনে দেবে। সেই সফরের প্রাকমুহূর্তে বিমানে হুমকি ফোনের বার্তা কি উদ্দেশ্যপ্রণোদিত? উঠছে সেই প্রশ্ন।