Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিতর্ক ঘনালো বিবেক অগ্নিহোত্রীর নতুন (The Bengal Files Controversy) ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্স’-এর প্রচার অনুষ্ঠান ঘিরে। শনিবার কলকাতার এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল ছবির ট্রেলার দেখানোর অনুষ্ঠানের। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই বাধা আসে। হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, সেখানে ছবির ট্রেলার দেখানো যাবে না। কেন এই সিদ্ধান্ত, তা স্পষ্ট করে জানায়নি হোটেল কর্তৃপক্ষ। ফলে শুরু হয় জল্পনা ও চাঞ্চল্য।
হঠাৎই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন (The Bengal Files Controversy)
পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেন, কোনও এক ‘শক্তি’ এই অনুষ্ঠান করতে বাধা দিয়েছে (The Bengal Files Controversy)। তাঁর বক্তব্য, প্রথমে একটি মাল্টিপ্লেক্সে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক কারণে তা বাতিল করা হয়। পরে পাঁচতারা হোটেলে জায়গা বদল করা হলেও সেখানেও নানা সমস্যার মুখে পড়তে হয় তাদের। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ট্রেলার দেখানো বন্ধ হয়ে যায়।
প্রশ্ন তোলেন বিবেক অগ্নিহোত্রী (The Bengal Files Controversy)
পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজকদের (The Bengal Files Controversy)। অনেক টালবাহানার পর শেষমেশ ট্রেলার দেখানো সম্ভব হলেও, ততক্ষণে তৈরি হয়েছে অনভিপ্রেত পরিস্থিতি। বিবেক অগ্নিহোত্রী প্রশ্ন তোলেন, “বিদ্যুৎ কেন বিচ্ছিন্ন হল? আমরা তো কোনও বেআইনি কাজ করছি না। একটা ছবি বানিয়ে প্রচার করতে এসেছি। সত্যজিৎ রায়ের মাটিতে এই অভিজ্ঞতা হবে, ভাবিনি। এটা যদি ফ্যাসিজম না হয়, তবে আর কী?” ছবির প্রযোজক এবং অভিনেত্রী পল্লবী জোশিও বিরক্তি প্রকাশ করে বলেন, “কি ঘটছে, সবাই নিজের চোখেই দেখছেন।” তিনি জানান, এই ধরনের বাধা পরিকল্পিত কি না, সে প্রশ্নও উঠছে।
আরও পড়ুন: RG Kar Case: রাষ্ট্রপতিকে ইমেল অভয়ার পরিবারের, অবশেষে মিলল জবাব
এরই মধ্যে নতুন বিতর্কের জন্ম দেয় এক তথ্য-অনুষ্ঠানের জন্য কলকাতা পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়। পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই প্রসঙ্গে বিবেক বলেন, “এত বড় আয়োজন অনুমতি ছাড়া হয় কি? আপনারাই বলুন।” হোটেল কর্তৃপক্ষের তরফে যদিও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।