ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের সালিশি সভার নামে যুগলকে বেধড়ক মারধর! প্রকাশ্যে যুগলকে ল্যাম্পপোস্টে বেঁধে নির্যাতন। উদ্ধার করতে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে উত্তেজিত জনতা। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী। কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শেরপুর গ্রামের ঘটনা ঘিরে চাঞ্চল্য গোটা রাজ্যে।
গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে কালিয়াচক (Kaliachak) থানার শেরপুর গ্রামে। এবার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য। জানা গেছে, এক যুগলকে আমবাগানে দেখতে পায় গ্রামবাসী। সেখান থেকে তাদের ‘আটক’ করে গ্রামবাসীদের একাংশ। আমবাগান থেকে রাস্তায় তুলে এনে যুগলকে বেধড়ক মারধর শুরু হয়। বসে সালিশি সভা। তারপর শাস্তি দেওয়ার নামে যুগলকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে তাদের উপর নির্মম অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:বিবাহিত মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ, ফেরার যুবক
খবর পেয়ে রাতেই জালালপুরের শেরপুর গ্রামে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। কিন্তু যুগলকে উদ্ধার করতে বাধা দেয় উত্তেজিত জনতা। শুরু হয় জনতা-পুলিশের মধ্যে বচসা। হঠাৎ গ্রামবাসীদের একাংশ পুলিশকর্মীদেরও মারধর শুরু করে বলে অভিযোগ। অভিযোগ, পুলিশকর্মীদের উপর লাঠি এবং ইট-পাথর নিয়ে হামলা চালানো হয়। জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী। তারপর ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে পৌঁছন কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী। জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
ওই যুগলকে উদ্ধার করে কালিয়াচক থানায় নিয়ে যাওয়া হয়। কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরি জানিয়েছেন, যুগলকে মারধরের খবর পেয়ে পুলিশ শেরপুর এলাকায় যায়। তাঁদের উদ্ধারের চেষ্টা করতেই পুলিশের উপর চড়াও হয় বেশ কয়েকজন।