রিমিক মাঝি, কলকাতা: আরজি করে খুন হওয়া ও ধর্ষিত তরুণী চিকিৎসকের নাম প্রকাশ্যে আনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জিতে কলকাতা হাইকোর্টে হওয়া জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে থাকা কেন্দ্রীয় কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতরের থেকে হলফনামা তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
যেহেতু আইপিএস বিনীত গোয়েল কেন্দ্রীয় ক্যাডারের আধিকারিক, তাই কেন্দ্রীয় কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতরকে যুক্ত করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: https://tribetv.in/body-of-child-murdered-in-jaynagar-is-being-taken-to-kalyani-aiims/
আরজি করের নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অমৃতা পাণ্ডে। সোমবার ওই মামলায় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জনস্বার্থ মামলাকারী অমৃতা জানিয়েছেন, কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের অধীনে থাকা কোনও ব্যক্তি আইনভঙ্গ করলে, তাঁর বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ করা যায়, সেই বিষয়ে ব্যাখ্যার জন্যই হলফনামা তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পুজোর ছুটির পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।