মলয় দে, নদীয়া: আবারও মর্মান্তিক দুর্ঘটনা নদীয়ায়। লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু এক মহিলার। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা এলাকাবাসীর। ঘটনায় তীব্র চাঞ্চল্য।
জানা যায়, মৃত মহিলার নাম দীপা মণ্ডল। স্বামী সুরজিৎ মণ্ডল। নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর বড়ডাঙ্গা এলাকায় বাসিন্দা দীপা। জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ওই মহিলা তার স্বামীকে খাবার দিতে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তখনই একটি ১০ চাকা লরি সজোরে এসে ধাক্কা মারে। এরপর ওই মহিলা লরির তলায় পড়ে যায়। সাথে সাথে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তৎক্ষণাৎ ছুটে আসে স্থানীয়রা।
আরও পড়ুন: ভাগীরথীর ভাঙনের কবলে নদীয়ার অন্যতম প্রধান রাস্তা! বিপাকে প্রায় ১০ হাজার মানুষ
বারবার ঘটে চলা পথদুর্ঘটনা নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের কাছে খবর পৌঁছাতেই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান। যদিও স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। পুলিশকে বললেও কোনও কর্ণপাত করে না। রাস্তার দুপাশে রয়েছে ছোট ছোট কুঁড়েঘর। বাড়ির শিশুরা খেলাধুলা করতে করতে রাস্তায় চলে আসে। সব সময় দ্রুত গতিতে লরি চলে এই রাস্তা দিয়ে।
আজ আবারও একটি ঘটে গেল দুর্ঘটনা। যদিও কিছুটা সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটি হতে হতে শুরু হয় বচসা। পরবর্তীতে স্বাভাবিক হয় পরিস্থিতি। অন্যদিকে ঘাতক লরিটিকে আটক করে শান্তিপুর থানার পুলিশ।