ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোটের আগের রাতে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় উত্তেজনা চরমে (By-Election)। গুড়গুড়ি পাল থানার পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতা নয়ন দে’র বাড়ি ঘেরাও করে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল।
চাঁদড়া এলাকার বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে-কে আটকে রাখার অভিযোগ। পরিবারে তরফে অভিযোগ, মঙ্গলবার রাতে কয়েকজন সাদা পোশাকের পুলিশ এসে বাড়িতে ডাকাডাকি করে। দরজা খুলতেই তারা নয়ন দে-কে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই নিয়ে বিস্তর বচসাও তৈরি হয়। এরপর থেকেই গুড়গুড়ি পাল থানার পুলিশ এবং বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার তাদের বাড়ি ঘেরাও করে রাখে। যাতে কোনও ভাবেই নয়ন দে’র নেতৃত্বে পৃথিবীর কর্মী সমর্থকেরা বুথ পর্যন্ত পৌঁছাতে না পারে। ওই এলাকায় যেন বিজেপি কোনও ভাবেই লিড না দিতে পারে।
আরও পড়ুন: ভোটের শুরুতেই রক্তাক্ত ভাটপাড়া, শ্যুটআউটে মৃত্যু তৃণমূল নেতার
আরও পড়ুন: ভোটার তালিকায় নাম নথিভুক্ত থেকে সংশোধন, একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ কমিশনের
খবর পেয়ে আক্রান্তের বাড়িতে পৌঁছে যায় বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। ভোটের (By-Election) সকালে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে ও তার পরিবারকে নিয়ে ভোট দিতে বুথে নিয়ে গেলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। বিজেপির প্রার্থী উগড়ে দেন একরাশ ক্ষোভ।
রাজ্যের ছয় বিধানসভার উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। বেশ কিছু অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে (Election Commission)। মেদিনীপুর থেকেও এসেছে একাধিক অভিযোগ। ভোট চলাকালীন মেদিনীপুরের শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনীই তাঁর উপর হামলা চালিয়েছে। আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে।