ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)জামিন মামলায় ‘সুপ্রিম’ বিপাকে রাজ্য। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এনকে সিংহের বেঞ্চে পার্থর জামিন মামলার শুনানি ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলে শীর্ষ আদালত।
রাজ্যকে দুই সপ্তাহের সময়সীমা(Partha Chatterjee)
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চে হওয়া শুনানিতে সিবিআই অভিযোগ করে যে, রাজ্য সরকার এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) সহ-অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার (ট্রায়াল) জন্য অনুমোদন দেয়নি। কিন্তু কেন অনুমোদন দিচ্ছে না রাজ্য, সে প্রশ্ন তুলল শীর্ষ আদালত। রাজ্যকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দিল আদালত।সিবিআইয়ের পক্ষে সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে বলেন, “কলকাতা হাই কোর্ট একাধিকবার নির্দেশ দেওয়ার পরও রাজ্য সরকার কোনও অনুমোদন দেয়নি।” এই বক্তব্যের ভিত্তিতে বিচারপতিরা বলেন, “দেখা যাক, আমাদের নির্দেশ রাজ্য কতটা মানে।” শীর্ষ আদালত এ বিষয়ে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে।
পার্থর জামিন মামলার পরবর্তী শুনানি ১৭ জুলাই(Partha Chatterjee)
আদালতের পরবর্তী নির্দেশ অনুযায়ী, রাজ্যের অনুমোদনের ভিত্তিতেই নিম্ন আদালত অভিযুক্তদের বিচার প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ জুলাই। ওই দিন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)সহ সমস্ত অভিযুক্তদের জামিনের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।
সিবিআইয়ের মামলায় জামিন না মেলায় জেলবন্দি পার্থ
প্রসঙ্গত, ইডি-র দায়ের করা মামলায় পার্থ ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে সিবিআইয়ের মামলায় জামিন না মেলায় এখনও জেলবন্দি রয়েছেন তিনি। কলকাতা হাই কোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন পার্থ, কিন্তু বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের বেঞ্চে মতানৈক্যের কারণে সেই আবেদন নিষ্পত্তি হয়নি। ফলে, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন: Operation Sindoor: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ পাক সেনার, নিহত সেনা জওয়ান