Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে দুঃসাহসিক চুরি। পদক সহ চুরি গেছে প্রচুর পুরস্কার ও স্মারক (Bula Chowdhury)। চুরির অভিযোগ জানানো হয়েছে উত্তরপাড়ার থানায়।
বুলা চৌধুরীর বাড়িতে চুরি (Bula Chowdhury)
৫ বছর বয়স থেকে সাঁতার প্রশিক্ষণের শুরু বুলা চৌধুরীর। দেশের হয়ে অর্জন করেছেন বহু পুরস্কার। তাকে ভূষিত করা হয়েছে পদ্মশ্রী সম্মানেও। পদ্মশ্রী প্রাপক বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে ঘটে গেলো দুঃসাহসিক চুরি। যেখানে উধাও পদক সহ বহু পুরস্কার (Bula Chowdhury)।

হুগলির হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িতে এখন কেউ থাকেন না, মাঝে মাঝে যাতায়াত করেন বুলা চৌধুরী। সেই ফাঁকা বাড়ির পিছনের দরজা দিয়ে চোর আসে বলেই মনে করা হচ্ছে। এর আগেও তার বাড়িতে এরকম চুরির ঘটনা ঘটেছে আবারও একবার এমন ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন তিনি। উত্তরপাড়ার এই বাড়ির নাম রেখেছিলেন ‘সুন্দর বাড়ি’। সেই ‘সুন্দর বাড়ির’ অবস্থা এখন লন্ডভন্ড (Bula Chowdhury)।

আরও পড়ুন: Humayun Tomb : দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা !হুমায়ুনের সমাধিক্ষেত্রের একাংশ ধসে মৃত্যু ৫ জনের
‘সাফে’ জেতা ৬টা সোনা, তেনজিং নোরগে পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার থেকে শুরু করে কেরিয়ারে জেতা সব পুরস্কার, পদক চুরি গিয়েছে তার এই বাড়ি থেকে। খবর পেয়ে কলকাতা থেকে দ্রুত উত্তরপাড়ার দেবাইপুকুর এলাকায় নিজের বাড়িতে যান তিনি এবং এই অবস্থা দেখে ভেঙে পড়েছেন পদকজয়ী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এই চুরির তদন্ত শুরু করেছে।

বুলা চৌধুরী তাঁর ২ বছর বয়স থেকে লড়াই শুরুর কথা উল্লেখ করেন কথা বলতে গিয়ে। তিনি বলেন ‘দেশের জন্য অনেক লড়াই করে সম্মান এনেছি, প্রশাসনের উচিত ছিল সেটা রক্ষা করার।’ আবারও আর একবার চুরির মতো ঘটনা ঘটায় তিনি তার ক্ষোভ প্রকাশ করে বলেন ‘আগেরবার চুরির পর নিরাপত্তা দেয়া হলেও পরে সেটা তুলে নেয়া হয়’ (Bula Chowdhury)।
পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান এখনও পর্যন্ত কোনও কিনারা না হলেও তারা তাদের তদন্ত পুরো দমে চালিয়ে যাচ্ছেন (Bula Chowdhury)।