ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম বর্ধমানের দুর্গাপুর (Theft Case At Durgapur) সিটি সেন্টার এলাকায় ঘটে গেল দিনে দুপুরে চুরি। তাও আবার যাকে নিজের ভেবে এতদিন কাছে রেখেছিলেন দম্পতি। পালন করেছিলেন নিজেদের কন্যার মতোই। বান্ধবীকে ডেকে এনে বাড়িতে চুরি করে পালানোর চেষ্টা করে সেই ‘পালিত কন্যা। গয়নাগাটি-সহ নগদ প্রায় ২ লক্ষ টাকা নিয়ে দিল্লি পালাচ্ছিলেন দু’জনে। তবে চুরির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে যায় দুজনেই।
বিকেল থেকে তারা বাড়িতে ছিল না (Theft Case At Durgapur)
সিটি সেন্টার এলাকার বাসিন্দা সঞ্জীব শর্মা এবং নাগমণি শর্মার বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যায় এই চুরির ঘটনা। সেই মর্মে থানায় অভিযোগ করে ওই পরিবারের লোক। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু বাড়িতে দীপুর খোঁজ মিলছিল না। জানা যায়, কয়েক দিন আগে ওই বাড়িতে দিল্লি থেকে দীপুর এক বান্ধবী এসেছিলেন। তাঁর নাম দীপা যাদব। কিন্তু বিকেল থেকে তারা কেউ বাড়িতে ছিল না । দু’জনের খোঁজ শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে তাঁদের দুর্গাপুর (Theft Case At Durgapur) স্টেশনে পাওয়া যায়। দু’জনের কাছে থাকা সুটকেসে ছিল চুরির জিনিসপত্র সবই।
আরও পড়ুন: Domjur Child Murder Case: বছর চারেক শিশুকে গলায় ফাঁস দিয়ে খুন, গ্রেফতার নাবালক
প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার করে পুলিশ (Theft Case At Durgapur)
২৫ ভরি সোনার গয়না, ১ কিলোগ্রাম রুপোর অলঙ্কার এবং নগদ প্রায় ২ লক্ষ টাকা চুরি হয়েছিল সিটি সেন্টার এলাকার বাসিন্দা সঞ্জীব শর্মা এবং নাগমণি শর্মার বাড়ি থেকে। তার সবটাই মিলেছে দুই তরুণীর কাছে। জানা গিয়েছে, দু’জনেই দিল্লির বাসিন্দা। কাজের সূত্রে দুর্গাপুরে ছিলেন দীপু। ১১ বছরের বেশি সময় ধরে সঞ্জীব এবং নাগমণির বাড়িতে কাজ করতেন। নাগমণি জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি বাজারে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে আলমারি খুলে দেখেন টাকা-গয়না সব হাওয়া। তদন্ত শুরুর ঘন্টা পাঁচেকের মধ্যে অভিযুক্তদের দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দু’জনকে হেফাজতে চেয়ে দুর্গাপুর আদালতে হাজির করায় পুলিশ।