ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিবাহ বার্ষিকীতে (marriage anniversary) বড় চমক দিয়ে দিলেন ঐশ্বর্যা রাই (Aishwarya-Abhishek) বচ্চন (Aishwarya Rai Bachchan)। নিন্দুকদের মুখে রীতিমত কুলুপ এঁটে দিলেন তিনি। একটি ছবি প্রমাণ করে দিল, যে তাঁর আর অভিষেকের (Abhishek Bachchan) যে বিচ্ছেদ (Divorce ) জল্পনা, তার সাথে বাস্তবের বিন্দুমাত্র মিল নেই।
২০০৭ সালে বিয়ে (Aishwarya-Abhishek)
এক ফ্রেমে যেন সুখী পরিবার। অভিষেক, ঐশ্বর্যা (Aishwarya-Abhishek) এবং মেয়ে আরাধ্যা। গতকাল অর্থাৎ ২০ এপ্রিল রবিবার ছিল অভিষেক এবং ঐশ্বর্যার বিবাহ বার্ষিকী। ২০০৭ সালে ২০ এপ্রিল এমনই একটা দিনে মুম্বাইয়ে অভিষেক এবং ঐশ্বর্যার বিয়ের অনুষ্ঠান ঘিরে বসে ছিল চাঁদের হাট। বলিউডের প্রথম সারির দম্পতিদের তালিকায় রয়েছেন তাঁরা।
ব্যক্তিগত পরিসরে জীবন (Aishwarya-Abhishek)
বিয়ের তিন বছর পর নিজেরাই জানিয়েছিলেন, এমন কোনও একটা দিন নেই যে তাঁরা ঝগড়া করেন না (Aishwarya-Abhishek)। তাছাড়া ঐশ্বর্যা রাই বচ্চন আর অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর বলিপাড়ায় একেবারেই নতুন নয়। প্রায় সময় শোনা যায় বিচ্ছেদে গুঞ্জন। যার কেন্দ্রে থাকে নতুন নতুন ঘটনা। কখনও বা বনিবনার অভাব, কখনও বা উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম। তবে সে সমস্ত জল্পনাকে একেবারেই পাত্তা দেন না বলিউডের এই জনপ্রিয় জুটি। তাঁদের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত পরিসরেই রাখতে চান।
ঐশ্বর্যার পোস্ট
গতকাল অর্থাৎ রবিবার ছিল অভিষেক এবং ঐশ্বর্যার ১৮ তম বিবাহ বার্ষিকী। জীবনের এই বিশেষ দিনে ঐশ্বর্যা অভিষেকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতে মেয়ে আরাধ্যাকেও দেখা গিয়েছে। তিন জনের পরনে ছিল সাদা রঙের পোশাক। ক্যাপশনে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন তিনি। তবে ওই ছবির সঙ্গে অভিনেত্রী কিছু লেখেননি।
https://www.instagram.com/p/DIrV2gkyDIo/?igsh=MWVoMDUyMGxsb3g2ag%3D%3D
আরও পড়ুন: Parambrata Chatterjee: অসুস্থ পরিচালক, কী জানালেন সৃজিতের ‘পরমবন্ধু’ পরমব্রত!
অনুরাগীদের মন্তব্য
ছবিটি দেখে এই জুটির অনুরাগীরা ভীষণ খুশি। কেউ বললেন, ” পরিবার যেন সবসময় একই রকম থাকে”। আবার কেউ বা বললেন, “ভগবানের আশীর্বাদ যেন এই জুটির উপর থাকে।” আবার আর এক অনুরাগী লিখলেন ” সকল খারাপ নজর থেকে বেঁচে থাকুক এই জুটি।” তবে এই ছবিতে অনেকে আবার টুইস্ট খুঁজছেন। কারণ গত বছর বিবাহ বার্ষিকীর সময় ঐশ্বর্যা যে ছবি দিয়েছিলেন, সেখানে ব্যবহার করেছিলেন লাল রঙের ভালোবাসার ইমোজি। এখন ব্যবহার করেছেন সাদা রঙের ইমোজি। তাই অনেক অনুরাগী মনে করছেন, অভিষেক এবং ঐশ্বর্যার ভালোবাসা সাদা রঙের মতো স্নিগ্ধ এবং পবিত্র হয়ে উঠেছে।
স্বাভাবিক সম্পর্ক!
যদিও এখনও অভিষেককে বিবাহ বার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করতে দেখা যায়নি। অপরদিকে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে অভিনেত্রীর এই পোস্ট দাবানলের গতিতে এখন ভাইরাল হচ্ছে। কিছুদিন আগের কথা, বলিপাড়ার অলিতে গলিতেই শোনা যাচ্ছিল , শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে মনোমালিন্য হয়েছে ঐশ্বর্যার। সে কারণেই নাকি বিচ্ছেদ। আবার কেউ বা বলেছিলেন, শাশুড়ি নয়, বরং অভিষেকের সঙ্গে বনিবনা হচ্ছে না। তাই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও একাধিক অনুষ্ঠানে তাঁদের দেখা যায়নি। তবে এখন যে সম্পর্ক স্বাভাবিক, তা বলাই বাহুল্য। প্রমাণ করে দিচ্ছে সাম্প্রতিক ছবি থেকে শুরু করে বেশ কিছু ভিডিও।