Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চাকরি নয়, বহু মানুষ আয়ের অন্যতম বড় উৎস করে তুলেছেন ইউটিউবকে (Threat Analysis Group)। “হ্যালো গাইস” এ মেতে চলেছে ৮ থেকে ৮০ কেউ কমেডি ভিডিও, কেউ ট্রাভেল ব্লগ তুলে ধরছেন, আবার কেউ আর্থিক দিক বা টেকনিক্যাল বিষয় নিয়ে তথ্য দিচ্ছেন। সব মিলিয়ে এখনকার দিনে ইউটিউব অনেকের কাছে একটি পেশা হয়ে উঠেছে। কিন্তু ভারতে ইউটিউব থেকে ঠিক কত টাকা আয় করা যায়? বিশেষ করে প্রতি ১ হাজার ভিউয়ে কত টাকা মেলে?
ভারতে ইউটিউব আয়? (Threat Analysis Group)
ইউটিউব মূলত বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ের একটি অংশ কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে ভাগ করে দেয়। এখানে দুইটি গুরুত্বপূর্ণ দিক আছে
- বিজ্ঞাপনদাতা ইউটিউবকে যে টাকা দেয় প্রতি ১ হাজার ভিউয়ের জন্য।
- ইউটিউবার আসলে হাতে কত পাচ্ছেন। সাধারণত ইউটিউব মোট টাকার প্রায় ৪৫% নিজের কাছে রেখে দেয়, আর বাকি যায় ইউটিউবারের অ্যাকাউন্টে।
ভারতের ক্ষেত্রে ইউটিউব আয়ের হার তুলনামূলকভাবে অনেকটাই কম। যেখানে পশ্চিমী দেশগুলোতে প্রতি ১ হাজার ভিউয়ে ইউটিউবাররা গড়ে ৩০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত পান, সেখানে ভারতে তা অনেক কম।
- বিনোদন, ভ্রমণ ও ব্লগ ভিডিও: প্রতি ১ হাজার ভিউয়ে আয় হয় গড়ে ২০ টাকা থেকে ৬০ টাকা।
- শিক্ষা, পড়াশোনা বা আর্থিক বিষয়ক ভিডিও: এগুলির মূল্য বেশি। প্রতি ১ হাজার ভিউয়ে আয় হয় প্রায় ৮০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত।
বিদেশে আয়ের পরিমাণ বেশি (Threat Analysis Group)
ভারতের তুলনায় বিদেশি ইউটিউবাররা অনেক বেশি অর্থ উপার্জন করেন। এর প্রধান কারণ হলো, সেখানে বিজ্ঞাপনের মূল্য অনেক বেশি, দর্শকদের ক্রয়ক্ষমতা তুলনামূলকভাবে শক্তিশালী, আর বিজ্ঞাপনদাতারাও বেশি খরচ করতে রাজি। তাই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য বা ইউরোপের দেশগুলিতে তৈরি কনটেন্ট থেকে আয় কয়েক গুণ বেশি হয়।

কী পদক্ষেপ নিলো ইউটিউব? (Threat Analysis Group)
গুগল জানাচ্ছে, ২০২৫ সালের দ্বিতীয় এপ্রিল থেকে জুন প্রায় ১১ হাজার ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে।
- শুধু চিন থেকেই প্রায় ৭,৭০০ চ্যানেল বন্ধ করা হয়েছে। এই চ্যানেলগুলো মূলত চিনা ও ইংরেজি ভাষায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশস্তি করত এবং মার্কিন বিদেশ নীতির সমালোচনা করত।
- রাশিয়ার হয়ে প্রচারণা চালানো চ্যানেলের সংখ্যা প্রায় ২,২০০। এগুলি ইউক্রেন যুদ্ধ, ন্যাটো ও পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে রাশিয়ার হয়ে প্রচার চালাত।
আরও পড়ুন: Artificial Intelligence: জানেন এআই-এর দৌড়ে ভারত কত নম্বরে?
নজরদারিতে ইউটিউব (Threat Analysis Group)
ইউটিউবের নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে গুগলের (Threat Analysis Group)। তারা নিয়মিত সারা বিশ্বের ভিডিও পর্যবেক্ষণ করে এবং ভুয়ো বা বিভ্রান্তিমূলক কনটেন্ট পেলে চ্যানেল বন্ধের সিদ্ধান্ত নেয়। কেবলমাত্র ২০২৫ সালের মে মাসেই গুগল ২০টি ইউটিউব চ্যানেল, ৪টি বিজ্ঞাপন অ্যাকাউন্ট এবং একটি ব্লগ বন্ধ করে দিয়েছিল।