ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একসাথে দেখা গেল তিন খানকে (Three Khan)। দেখে উচ্ছ্বসিত দর্শকরা। আমির খানের (Aamir Khan) বাড়িতে কেনই বা গিয়েছিলেন সলমন খান (Salman Khan) আর শাহরুখ খান (Shah Rukh Khan) ? সেখানে তাঁদের মধ্যে কী আলোচনা হল? তবে কি জল্পনাই সত্যি হতে চলেছে? বড়পর্দায় তিন খানকে কবে দেখা যাবে ?
জন্মদিনের আগেই বাড়িতে জোর আড্ডা (Three Khan)
আগামী ১৪ মার্চ আমির খানের ৬০তম জন্মদিন। ঠিক আগের দিন তাঁর বাড়িতেই চলে গেলেন বলিউডের অপর দুই খান (Three Khan)। বলা ভাল, আমির খানের দুই প্রিয় বন্ধু সলমন খান এবং শাহরুখ খান। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমত ভাইরাল। বলিউডের অন্দরে জন্ম দিয়েছে এখন একগুচ্ছ প্রশ্ন। এমনি থেকেই তিন খানকে বড় পর্দায় দেখার জন্য উদ্বিগ্ন দর্শকরা। এমনকি তিন খানকে নিয়ে নাকি ছবির কাজের কথাও চলছে। তবে এখনও পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। তার মাঝে হঠাৎ আমির খানের বাড়িতে চলে গেলেন দুই খান।
ক্যামেরা বন্দি শাহরুখ-সলমন (Three Khan)
যে ভিডিওটি সামনে এসেছে, সেখানে দেখা যায় বডিগার্ডের সাথে লিফট থেকে বেরিয়ে আসেন শাহরুখ (Three Khan)। যদিও শাহরুখের মুখ কালো হুডিতে ঢাকা। অপরদিকে সলমনকে রীতিমত দাবাং মুডেই দেখা গিয়েছে। সলমনের পরনে ছিল সাদা শার্ট। অপরদিকে আমিরের পরনে ছিল গ্রে রঙের টি শার্ট। প্রিয় বন্ধুকে গাড়ি পর্যন্ত ছাড়তে আমির খান নিচেও নেমে আসেন। কিন্তু ৬০ বছরে পা রাখার আগেই আমির খান তাঁর দুই বন্ধুকে বাড়িতে ডাকলেন কেন? আড্ডা তো অবশ্যই হয়েছে। পাশাপাশি হয়েছে প্রচুর গল্প। কিন্তু তিন খানের এই এক হওয়ার কারণ নিয়ে জোর চর্চা চলছে বলিউডে।
আরও পড়ুন: Anupam-Prashmita: অনুপমের প্রিয় প্রস্মিতার হাতের মটন! জমজমাট বিয়ের দ্বিতীয় বসন্ত
পর্দায় কবে দেখা যাবে তিন খানকে?
যদিও এই তিন জনকে এর আগেও একসাথে দেখা গিয়েছে। তবে সেটা কোনও ছবিতে নয়। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। একসাথে নেচে ছিলেন নাটু নাটু গানের তালে। মাঝে একবার আমিরকে বলতে শোনা গিয়েছিল, তিনি তিন জনের একসঙ্গে অভিনয় করার কথা বলেছেন। শাহরুখ এবং সলমন খানকেও বিষয়টা জানিয়েছে। এও বলেছেন, যদি তাঁরা তিনজন একসঙ্গে কোনও ছবি না করেন, তাহলে ব্যাপারটা খারাপ হবে। আর আমিরের এমন বক্তব্যের সাথে সহমত হয়েছেন শাহরুখ এবং সলমন। আমির খানের মতে, তাঁদের তিনজনকে একসঙ্গে পর্দায় আনার জন্য দরকার ভালো গল্প সহ ভালো চিত্রনাট্য।
আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখের জন্য বাতিল হয়েছিল মুম্বাইয়ের একাধিক বিয়ে! কী কাণ্ড করেছিলেন অভিনেতা?
নতুন ছবির ব্যস্ততা
প্রসঙ্গত এই মুহূর্তে সলমন ব্যস্ত রয়েছেন ‘সিকন্দর’ (Sikandar) ছবি নিয়ে। অপরদিকে শাহরুখ খান ব্যস্ত ‘কিং’ (King) ছবি নিয়ে। আর আমির খানের হাতে রয়েছে ‘সিতারে জামিন পর’ (Sitaare Zameen Par) ছবি।