ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় (Social media) ঘুরে বেড়াচ্ছে শাহরুখের (Shah Rukh Khan) একটা ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, মন্নতের ছাদে উঠে অনুরাগীদের ভালোবাসা জানিয়েছেন অভিনেতা (Actor)। কিন্তু এই ভাইরাল ভিডিয়োটি ২০২৪ এর তাঁর জন্মদিনের (Shah Rukh Khan Birthday 2024) নয়। মুম্বইয়ের (Mumbai) মতো শহরে, দীপাবলীর রেশ কাটতে না কাটতেই, কিং খানের জন্মদিন নিয়ে উত্তেজনা তুঙ্গে। শাহরুখ খান ৫৯ বছরে পা দিলেন। কিন্তু এবারে তার জন্মদিনে যেন একটু ব্যতিক্রম ভাবেই সেলিব্রেশন (Celebration) করছেন। মন্নতের ছাদে তিনি দেখা দিলেন না। ছাদে উঠে তিনি অনুরাগীদের সঙ্গে প্রতি বছরে জন্মদিনে দেখা করেন। কিন্তু এবার সেই তাল কাটল। বেলা গড়ালেও কেনই বা তাঁর দেখা মিলল না?
কেন দেখা দিলেন না তিনি? (Shah Rukh Khan Birthday 2024)
যদিও বিগত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল, অভিনেতার জন্মদিনটা (Shah Rukh Khan Birthday 2024) এবার স্পেশাল ভাবে পালন করতে চাইছেন শাহরুখ পত্নী গৌরী খান (Gauri Khan)। নিজের হাতে সবটা আয়োজন করছেন। যে পার্টিতে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিখ্যাত সব ব্যক্তিরা। দীপাবলির আলোয় যখন সাজানো হয়েছে শাহরুখের সাধের বাড়ি মন্নত। প্রতিবছর ভক্তরা আশা করেছিল যে এবারেও অনুরাগীদের তিনি দেখা দেবেন। তাই ১ নভেম্বর মধ্যরাত থেকেই মন্নতের সামনে অনুরাগীদের ভিড় বাড়তে থাকে। শাহরুখের জন্মদিনে এটা চেনা ছবি। তিনি আসবেন। ছাদ থেকে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন। তারপর নিজের সেই বিখ্যাত পোজ দিয়ে দু’হাত বাড়িয়ে দাঁড়াবেন। ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দেবেন চুমু। কিন্তু সেটা এবার আর হল না।
আরও পড়ুন: Shah Rukh Khan: সাফল্য কীভাবে ধরে রাখবেন? মন্ত্র শেখালেন শাহরুখ খান
আশা ছাড়েননি অনুরাগীরা (Shah Rukh Khan Birthday 2024)
এখনো কিন্তু অনুরাগীরা আশা ছাড়েননি। তারা অপেক্ষা করছেন। কারণ ২০২২ সালে যখন শাহরুখের ছেলে আরিয়ান খান জেল থেকে ছাড়া পান। ঠিক তার পরের দিন ছিল অভিনেতার জন্মদিন। অনেকেই ভেবেছিলেন, হয়ত শাহরুখ খান এবার দেখা দেবেন না। কিন্তু সেটা হয়নি। বরং তিনি তার ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে এসেছিলেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
জানা নেই কারন
কিন্তু কেন তিনি দেখা করলেন না এই বছর? তার কারণ এখনও জানা যায়নি। তবে যতদূর শোনা যাচ্ছে, তাঁর মেয়ে সুহানা খানও বাবার জন্য বিশেষ আয়োজন করেছেন। যদিও অনুরাগীরা এখনও অপেক্ষা করছেন। তাদের অপেক্ষা শেষ হয়নি। হাতে এখনও পর্যন্ত শেষ সময় আছে। আবার অনেকেই মনে করছেন, হয়তো কিং খান নিরাপত্তার কারণে একটু আড়ালে আছেন। কারণ সাম্প্রতিক সময় দেখবেন, সালমান খানকে একের পর এক হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে গুলি করা হয়েছে বাবা সিদ্দিকীকে। ২ নভেম্বর আপাতত রাত বারোটা পর্যন্ত বোঝা যাবে শাহরুখ অনুরাগীদের সঙ্গে দেখা করছেন নাকি করছেন না।
আরও পড়ুন: Shah Rukh Khan Birthday: মধ্যরাতেই গ্র্যান্ড সেলিব্রেশন, জন্মদিনে ভক্তদের ফেরালেন না কিং খান
অনুরাগীদের অপেক্ষা
তিনি কিং খান বলে কথা। তাঁর জন্য অনুরাগীরা অপেক্ষা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না । শুধু একদিন নয়, দিনের পর দিন তাঁর জন্য অনুরাগীরা দেখা করতে পারেন। তাঁকে একবার দেখার জন্য অনুরাগীরা রীতিমত পাগল হয়ে থাকেন। শাহরুখ খান এমন একজন অভিনেতা, যিনি অনুরাগীদের ভালোবাসা কখনোই ফিরিয়ে দেন না। বরং তা সাদরে গ্রহণ করেন। তবে এবারে কেন ব্যতিক্রম হল, সেটাই প্রশ্নের।