Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বামী-স্ত্রীর মনোমালিন্যের সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহকর্মীর স্ত্রীকে গণধর্ষণ (Harassment) করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। এমনকি নির্যাতিতা গৃহবধুকে ধর্ষনের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ। ঘটনাটি বীরভূমের তারাপীঠে।
সোমবার রাতে তারাপীঠ থানায় ওই গৃহবধুর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে তারাপীঠ থানার পুলিশ। গৃহবধুর স্বামীর অভিযোগ, লক্ষ্মীপুজোর দিনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেই কারণে মায়ের সঙ্গে তারাপীঠ চলে যান ওই গৃহবধূ। সেই মনোমালিন্যের সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন গৃহবধুর স্বামীর তিন সহকর্মী।
আরও পড়ুন:বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ! অধরা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার
প্রতিশ্রুতি দিয়ে গত বুধবার তারাপীঠ এলাকার একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ওই গৃহবধুকে তিনজন যুবক গণধর্ষণ (Harassment) করে বলে অভিযোগ। গণধর্ষণের ভিডিও করে রাখে অভিযুক্তরা। মুখ বন্ধ রাখতে সেই ভিডিও মোবাইলে তুলে শশুড় বাড়ির লোকজনকে জানিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আরও পড়ুন: ভাইফোঁটা দিতে যাওয়ার পথে প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ২
আরও পড়ুন: টিউশন পড়তে যাওয়া পথে ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার তৃণমূল নেত্রীর ভাইপো
বিষয়টি জানাজানি হতেই প্রথমে মল্লারপুর থানায় মৌখিক ভাবে ঘটনাটি জানান গৃহবধূর স্বামী। কিন্তু ঘটনাস্থল তারাপীঠ হওয়ায় মল্লারপুর থানা থেকে তারাপীঠ থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয় বলে গৃহবধূর স্বামীর দাবী। এরপর গতকাল রাতে তারাপীঠ থানায় তিন যুবকের বিরুদ্ধে ধর্ষনের (Harassment) লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করে তারাপীঠ থানার পুলিশ।