ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার(Thursday Lucky Zodiacs) চাঁদ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা বলছে আজ মাঘ শুক্লা প্রতিপদ তিথি। বিকেল ৪টে ১০ মিনিট পর্যন্ত প্রতিপদ তিথি থাকবে। তারপর মাঘ শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হবে। জ্যোতিষ গণনা অনুসারে আজ ব্যাতিপত যোগ ও বরিয়ান যোগের প্রভাব থাকবে। আজ প্রথমে থাকবে শ্রবণা ও পরে ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। জ্যোতিষ গণনা অনুসারে বৃহস্পতিবার গজকেশরী যোগে কোন কোন রাশির জাতকরা প্রচুর উন্নতি করবেন তা জেনে নিন।
মকর রাশি (Thursday Lucky Zodiacs)
কাল গজকেশরী যোগের শুভ প্রভাব লাভ কবেন মকর রাশির জাতকরা(Thursday Lucky Zodiacs)। কাল কর্মক্ষেত্রে বড় কোনও সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। আপনার কর্মদক্ষতায় সবাই মুগ্ধ হবে। নারায়ণের আশীর্বাদে কাল নিজের সব কাজই সহজে সম্পূর্ণ করবেন মকর রাশির জাতকরা। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করতে পারেন। প্রেম জীবনও বেশ মধুর ভাবে কাটবে।
মিথুন রাশি (Thursday Lucky Zodiacs)
কাল বৃহস্পতিবার শ্রীবিষ্ণুর আশীর্বাদে মনের সব ইচ্ছে পূরণ হবে মিথুন রাশির জাতকদের(Thursday Lucky Zodiacs)। বরিয়ান যোগের প্রভাবে কাল সব কাজেই সৌভাগ্যকে নিজের পাশে পাবেন আপনি। এর ফলে কাল আপনার সব কাজের পথে বাধা কেটে যাবে এবং কঠিন কাজও সহজেই সম্পূর্ণ করতে পারবেন মিথুন রাশির জাতকরা। বিনিয়োগ করার জন্য কালকের দিনটি শুভ।
আরও পড়ুন:Ganesh Puja Ritual: গণেশ পুজোয় এই জিনিস দিলেই সর্বনাশ! জীবনে দুঃখের শেষ থাকবে না
কুম্ভ রাশি
কালকের দিনটি ধনিষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে ভাগ্য খুলে যাবে কুম্ভ রাশির জাতকদের(Thursday Lucky Zodiacs)। কাল আপনার মনে আত্মবিশ্বাস বাড়বে। নারায়ণের কৃপায় কাল আয় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনও সমস্যা চললে এবার তা মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে নতুন প্রকল্পের দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে। পরিবারের সবাই মিলে কোথাও বেড়াতে যেতে পারেন।
বৃষ রাশি
কাল ৩০ জানুয়ারি ২০২৫ লাভজনক দিন হবে বৃষ রাশির জাতকদের জন্য। কাল গজকেশরী যোগের প্রভাবে ব্যবসায় কোনও বড় চুক্তি সই করতে পারবেন। আর্থিক দিক থেকে কাঙ্খিত সাফল্য লাভ হবে। কাল ব্যবসাতেও বড় আর্থিক লাভের যোগ আছে এবং নিজের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন আপনি। নতুন চাকরি পাওয়ারও যোগ আছে বৃষ রাশির জাতকদের।
আরও পড়ুন:Gaya Pindadaan: গয়ার পিণ্ডদানের পুণ্যফল কী? জানুন গয়ার পুরাণগাঁথা
তুলা রাশি
ব্যাতিপত যোগের শুভ প্রভাবে কাল লাভবান হবেন তুলা রাশির জাতকরা। কাল বেশ আরাম-আয়েশ ও বিলাসিতা করে দিন কাটবে আপনার। কাজের সূত্রে বিদেশ সফর হতে পারে। তবে আপনার মনে যা চলছে তা বাইরের কারোর কাছে প্রকাশ করবেন না। কাল স্টক মার্কেটের বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে তুলা রাশির জাতকদের।