Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার হাত ধরে অভিনয় শুরু তিতিক্ষার (Titiksha Das)। ‘ ইচ্ছে পুতুল’ , ‘দুই শালিখ’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে স্থান দখল করে নিয়েছেন তিতিক্ষা দাস (Titiksha Das)। যদিও ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি । তবে এবার বড় পর্দায় তাঁকে দেখা যাবে বলে শোনা গিয়েছে। কোন ছবিতে, কোন চরিত্রে, সাথে কারা কারা অভিনয় করছেন , সবই ক্রমশ প্রকাশ্য।
কোন ছবিতে অভিনয়? (Titiksha Das)
ধারাবাহিক , সিরিজে অভিনয় ছাড়া তিতিক্ষা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় (Titiksha Das)। তাঁর নাচের নানা রকম ভিডিও ভেসে ওঠে সমাজমাধ্যমে পাতায়। কয়েক মাস আগেই স্টার জলসায় ‘ দুই শালিখ’ ধারাবাহিকে আঁখি চরিত্রে তিতিক্ষাকে দেখা যেত। দর্শকের বেশ নজর কেড়েছিল আঁখি চরিত্রটি। তবে শোনা যাচ্ছে অভিনেত্রী এবার বড় পর্দায় অভিনয় করছেন।’ মন মানে না’ ছবিতে তাঁকে দেখা যাবে অভিনয় করতে । তিতিক্ষা ক্যামিও চরিত্রে অভিনয় করছেন বলে শোনা গিয়েছে। ঋত্বিকের প্রেমিকার চরিত্রে রয়েছেন তিতিক্ষা।
গুরুত্বপূর্ণ চরিত্র (Titiksha Das)
মন মানে না ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায় (Titiksha Das), সৌম্য মুখোপাধ্যায় , হিয়া চট্টোপাধ্যায় , প্রীতি সরকার, সুদীপা বসু ও আরও অনেকেই। শোনা গিয়েছে , এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee) মেয়ে হিয়ার সাথে একটি দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে বলে। ছবিটির শুটিংয়ের কাজ নাকি অনেকটাই শেষ। বাকি শুধু এডিটিং এর পালা। তবে বলা ভালো, ছবিটিতে বহু জনপ্রিয় তারকা অভিনয় করছেন। ছবিটি দর্শকদের কাছে যে প্রিয় হয়ে উঠবে, তা বলাই বাহুল্য ।
ছবির মুক্তি
মন মানে না ছবিতে কোরিওগ্রাফি ও সিনেমাটোগ্রাফার দায়িত্বে রয়েছেন মেখলা বসু ও মধুরা পালিত । চলতি বছর নভেম্বর মাসে ছবিটি মুক্তি পেতে পারে বলে শোনা গিয়েছে। যদিও পুরোটাই অনুমান। কারণ ছবির মুক্তি বা ছবির কাজ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি।
আরও পড়ুন: Kolkata Metro: নতুন মেট্রো রুটে পৌঁছনো সহজ, কিন্তু লাগেজ বেশি হলে কী করবেন?
ত্রিকোণ প্রেমের গল্প
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ক্যারিয়ারের কয়েক বছর ফেডারেশন সংক্রান্ত নানা জটিলতার মধ্যে গিয়েছে। ক্যামেরা অ্যাকশনের জগতে আবার ফিরেছেন পরিচালক। ‘মন মানে না’ ছবিতে, ত্রিকোণ প্রেমের গল্প থাকতে পারে বলে জানা গিয়েছে। ছবিতে মুখ্য চরিত্র হিসেবে তিন জনকে দেখা যেতে পারে ঋত্বিক, সৌম্য ও হিয়া। অবশ্য ছবিতে অভিনয় করা নিয়ে মুখ বন্ধ রেখেছেন অভিনেত্রী তিতিক্ষা দাস। ‘মন মানে না’ ছবির হাত ধরে শশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া অভিনয় জগতে পা রাখছেন।