Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ২১ জুলাই, শহীদ (TMC 21 July) দিবস। আর এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে বাস, গাড়িতে করে ধর্মতলা চত্বরে আসছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। কোন জেলা থেকে আসা গাড়ি কোথায় থাকবে, তাও নির্দিষ্ট করা হয়েছে ইতিমধ্যেই।
কোন গাড়ি কোথায় পার্কিং? (TMC 21 July)
১) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া শহর ও গ্রামীণ হাওড়ার (TMC 21 July) গাড়ি পার্কিং করা হবে বঙ্গবাসী কলেজ মাঠ, গঙ্গাসাগর মেলা মাঠ, পলাশী গেট রোড, স্যান্ড রোড, কেপি রোড-সহ একাধিক জায়গায়।
২) বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এবং হুগলি থেকে আসা গাড়ি রাখা হবে এজেসি বোস রোড দিয়ে মৌলালি থেকে মল্লিক বাজারের দিকে, সিআইটি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি ক্রসিং পর্যন্ত।
৩) উত্তর কলকাতা ও ব্যারাকপুরের দিক থেকে আসা গাড়ি রাখা হবে শহিদ মিনার মাঠ-সহ এজেসি বোস রোড দিয়ে মৌলালি থেকে মল্লিক বাজারের দিকে। সিআইটি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি ক্রসিং পর্যন্ত।
আরও পড়ুন: Sukra Gochar: শুক্রের গোচরে খুলছে সৌভাগ্যের দ্বার, আসছে শুভ সময়…
৪) হাওড়া থেকে আসা গাড়ি রাখা হবে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পর্যন্ত রাস্তার দু’ধারে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বিধাননগর থেকে আসা গাড়ি রাখা হবে এজেসি বোস রোড দিয়ে মৌলালি থেকে মল্লিক বাজারের দিকে। সিআইটি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি ক্রসিং এবং শিয়ালদহ এলাকায়।
৫) দক্ষিণ কলকাতার গাড়ি রাখা হবে ময়দানে YMCA মাঠ, আউটট্রাম রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড-সহ ডাফরিন রোডে।