ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবেকানন্দ পার্কের কাছে ৭০ বছরের এক বৃদ্ধাকে বেপরোয়াভাবে ধাক্কা মারেন তিনি। বর্তমানে ওই বৃদ্ধা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
কাউন্সিলরের ছেলের বেপরোয়াভাবে গাড়ি ধাক্কায় আহত ১। ঘটনায় গ্রেফতার ১। জানা গিয়েছে, রবিবার সকালে ৬.৩০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই আহত বৃদ্ধাকে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় মিতালির ছোট ছেলে শুদ্ধসত্ত্ব গাড়ি চালাচ্ছিলেন। এই ঘটনায় বেপরোয়া গাড়ি চালানোর একটি অভিযোগ দায়ের হয়েছে। জামিনযোগ্য ধারায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শুদ্ধসত্ত্বকে। আজই আদালতে তোলা হবে তাঁকে।
আরও পড়ুন: https://tribetv.in/people-facing-trouble-due-air-quality-index-level-too-lower-in-delhi-areas/
যেখানে দুর্ঘটনা ঘটে, রাস্তার একটি বাম্পারও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, বছর ৭০-এর ওই মহিলা রাস্তা পেরোচ্ছিলেন। গাড়িটির একেবারে সামনে চলে আসেন তিনি। গাড়ির সামনের অংশ তাঁর হাতে ধাক্কা মারে। পরে গাড়িটি ধাক্কা মারে অন্য একটি গাড়ির পিছনেও। গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। রবীন্দ্র সরোবর থানার লকআপে রয়েছেন মিতালির ছেলে শুদ্ধসত্ত্ব। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।