ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল (TMC) নেতার ওপর ফের তোলাবাজির অভিযোগ। দাবি মত ১০ লক্ষ টাকা তোলা না দেওয়ায় বৃদ্ধার ঘরে তালা ঝোলানোর অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের বেলকাশ গ্ৰাম পঞ্চায়েত প্রধান রোজিনা খাতুনের স্বামী শেখ দিলীপের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন শেখ দিলীপ।
জানা গেছে, শেখ ডালিম ও শেখ রাকিবুল নামে দুই ব্যক্তি জায়গা জমি দালালি কাজ করেন। তাঁরাও ওই এলাকার বাসিন্দা। বেলকাশ গ্রামের কেশবগঞ্জ চটি দিঘীরপাড় এলাকার বাসিন্দা শেখ ডালিম এবং শক্তিগড়ের বাসিন্দা শেখ রাকিবুল। শেখ রকিবুলের মারফত ২৬ লক্ষ টাকা বিনিময়ে ডালিম একটা জায়গা বিক্রি করে। পরবর্তীতে সেই জায়গার সমস্যা থাকার ফলে রাকিবুল, ডালিমের কাছ থেকে জমি বিক্রির টাকা ফেরত চায়। পরবর্তীতে শেখ ডালিম সেই টাকার বিনিময়ে নিজের স্ত্রীর নামে থাকা ১১ কাঠা জমি রাকিবুলকে দেয় বলে জানান ডালিম স্ত্রী আজিমা শেখ।
আরও পড়ুন: Kasba News: সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা, অভিযুক্তের ১৩ দিনের পুলিশি হেফাজত
আরও পড়ুন: BJP: শাহি টার্গেট ‘১ মাসে ১ কোটি’, লক্ষ্যমাত্রা পূরণে চাপে বঙ্গ বিজেপি!
এরপর সেই জায়গায় কম পয়সায় বিক্রি করায় রাকিবুল শেখ ডালিমের কাছ থেকে ফের টাকা দাবি করে। এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল (TMC) পার্টি অফিসে ডালিমের বিরুদ্ধে অভিযোগ জানায় রাকিবুল। এর পরেই দিঘীরপাড় এলাকার তৃণমূল নেতা বেলকাশ গ্রাম পঞ্চায়েত প্রধান রেজিনা খাতুনের স্বামী শেখ দিলীপের সাঙ্গোপাঙ্গরা ডালিমের কাছ থেকে দশ লক্ষ টাকা দাবি করে।
তৃণমূল নেতার দাবি মত ১০ লক্ষ টাকা দিতে না পারায় ডালিমের শ্বশুরবাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে তালা মারার অভিযোগ ওঠে শেখ দিলীপের বিরুদ্ধে। জৈষ্ঠ্য মাস থেকে ঘরে ঢুকতে পারছেন না প্রায় ৯০ উর্দ্ধ বৃদ্ধ-বৃদ্ধা। বর্ধমান সদর থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ নেওয়া হয় না বলে অভিযোগ করেন আজিমা শেখ। বেলকাশ পঞ্চায়েত প্রধানের স্বামী শেখ দিলীপের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে পুরো বিষয় অস্বীকার করে তিনি বলেন, এই ধরনের ঘটনা তিনি জানেন না। পার্টি গত কোন সম্পর্ক নেই যদি কেউ তালা মেরে থাকে তাহলে বিষয়টা জেনে তিনি তালা খোলার ব্যবস্থা করবেন বলে জানান।
আরও পড়ুন: ‘এখনই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নয়’, রাম মন্দির ইস্যুতে ঘুরিয়ে বিজেপিকে খোঁচা মুখ্যমন্ত্রীর
বিডিএর চেয়ার পার্সন তথা বর্ধমান এক ব্লক সভাপতি কাকলি তা গুপ্ত বলেন, এই বিষয়টা শুনেছি, তবে পুরো বিষয়টা জানা ছিল না। এখন জানলাম। যার ঘরে তালা মেরেছে যদি ওই ব্যক্তিরা আমার কাছে অভিযোগ করে, তাহলে তালা খোলার ব্যবস্থা করব। আর এই বিষয়টা নিয়ে উচ্চপদস্থদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।