ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নৈহাটিতে উপনির্বাচন চলাকালীনই ভাটপাড়ায় চলল গুলি (Shootout)। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতির। অভিযোগ, বাইকে এসে কয়েকজন দুষ্কৃতি তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। সে সময় বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা জগদ্দলের পালঘাট রোডে।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধের নাম অশোক সাউ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অশোক সাউ ২০১৯ সালে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন। এখনও তিনি সক্রিয় তৃণমূল কর্মী (TMC Leader)। জানা গেছে, ভাটপাড়া থানা এলাকায় সকালে আচমকাই একের পর এক বোমাবাজির (Bomb Attack) শব্দ শুনতে পান এলাকার লোকজন। থানা চত্বরে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। অভিযোগ, হঠাৎ ওই চায়ের দোকানে ঢুকে পড়ে জনাকয়েক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু করে তারা। চায়ের দোকানের ভিতরে এবং বাইরে শুরু হয় বোমাবাজি। এখানেই শেষ নয়। ওই চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুন: ভোটার তালিকায় নাম নথিভুক্ত থেকে সংশোধন, একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ কমিশনের
আরও পড়ুন: পাহাড়ে ভাঙল জনজাতিদের নিয়ে গঠিত সব বোর্ড, অনিত থাপাকেই নতুন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব
আহত অবস্থায় অশোককে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। শত চেষ্টা করেও প্রাণে বাঁচানো গেল না তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউকে। কিন্তু কারা গুলি (Shootout) করল, তা নিয়েই ধন্দে আহতের পরিবার। এর পিছনে রাজনৈতিক কোনও কারণ, নাকি পুরনো কোনও শুত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পার্থ ভৌমিকের অভিযোগ ঘটনার নেপথ্যে অর্জুন সিং। তবে এই ঘটনাকে বন্ধুদের গোলমাল বলেই দাবি করেছেন অর্জুন সিং।