Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের অস্বস্তিতে তৃণমূল(TMC)। রাস্তার মাঝে মহিলাদের হাতে হাত তুলছেন তৃণমূল নেতা! তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ। গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু মৌখিক কোনও অভিযোগ নয়, মারধরের সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের ফালাকাটার এই ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি।
সোশ্যাল মাধ্যমে ভিডিয়ো পোস্ট শুভেন্দু অধিকারীর(TMC)
আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জননগরের তৃণমূল(TMC) পঞ্চায়েত সদস্য অসিত কর ও অর্জুন দাসের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ভিডিয়োটি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ এবং পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু(Suvendu Adhikari) অধিকারীও পোস্ট করেন ওই ভিডিয়ো।
পঞ্চায়েত সদস্যের এমন আচরণের কারণ কী?(TMC)
জানা যাচ্ছে, এলাকায় একটি প্রকল্পের কাজ চলছিল। তাতে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। পরে প্রকল্পের কাজ শুরু হলে বাধা দিতে যান গ্রামের বেশ কয়েকজন মহিলা। তখনই তাঁদের অকথ্য ভাষায় গালিলাগাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই ফালাকাটা থানায় এফআইআর দায়ের হয়েছে অসিত কর, অর্জুন দাসের বিরুদ্ধে।
আরও পড়ুন: Katwa: কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে পরপর বিস্ফোরণ, কেঁপে উঠল গোটা গ্রাম
ঘটনার তীব্র প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের
ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি জয়ন্ত রায় বলেন, “এই ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। রাজ্যের কোথাও মহিলারা আর সুরক্ষিত নন। তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থেকেই লাগাতার দুর্নীতি ও নারী নির্যাতনের সঙ্গে যুক্ত থাকছেন।” তিনি আরও অভিযোগ করেন, “তৃণমূলের(TMC)নেতারা জানেন, দুর্নীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলেই তারা রক্ষা পেয়ে যাবেন, তাই তারা ভয় পান না।”
আরও পড়ুন: Narendra Modi: ২১ জুলাইয়ের আগে ফের বাংলা সফরে মোদি, দমদমে হতে পারে সভা
পূর্বপরিকল্পিত চক্রান্ত, অভিযোগ তৃণমূলের
যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্যদের একজন দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওটি পুরো ঘটনার শেষের অংশমাত্র। তাঁর দাবি, ঘটনার শুরুতে তিনিও আক্রান্ত হন এবং আত্মরক্ষার জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়। তিনি আরও বলেন, “আমি চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। যদি আত্মরক্ষার সময় কেউ আহত হয়ে থাকেন, তার জন্য আমি দুঃখিত। কিন্তু পুরোটাই একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত।”