ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চুঁচুড়া বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরিকে ঘিরে প্রকাশ্যে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব (TMC MP-MLA Clash)। প্রধান শিক্ষিকার অভিযোগ, বিধায়ক অসিত মজুমদার প্রকল্পে আপত্তি জানিয়ে দুর্ব্যবহার করেছেন। ক্ষুব্ধ রচনা জানান, উন্নয়নমূলক কাজে বাধা দান মেনে নেওয়া যায় না, “শেষ দেখে ছাড়ব” বলেও হুঁশিয়ারি দেন তিনি।
হুগলির চুঁচুড়া বাণীমন্দির স্কুলে সাংসদ তহবিল থেকে তৈরি হচ্ছে স্মার্ট ক্লাসরুম। আজ সেখানে হঠাৎই পরিদর্শনে যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানান, এই স্মার্ট ক্লাস প্রকল্প নিয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ক্ষোভ প্রকাশ করেছেন এবং অসৌজন্যমূলক ভাষা ব্যবহার করেছেন। বিধায়ক জানতে চান কে বরাত পেয়েছে, তাঁর অনুমতি ছাড়া কেন কাজ হচ্ছে।
“বাকরুদ্ধ আমি!”—রচনার বিস্ফোরক প্রতিক্রিয়া (TMC MP-MLA Clash)
সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ শুনে চমকে ওঠেন। তিনি বলেন, “আমি বাকরুদ্ধ হয়ে গেছি। স্কুল চাইলে, আমি স্মার্ট ক্লাস দিয়েছি। আরও দেব। এটা তো মেয়েদের ভবিষ্যতের জন্য, এখানে আপত্তির কি আছে!” বিধায়কের আচরণে ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, “শিক্ষিকাদের সম্মান আছে। ওনার (বিধায়কের) এই আচরণ গ্রহণযোগ্য নয়।”
আরও পড়ুন:Amartya Sen: বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, তীব্র আপত্তি অমর্ত্য সেনের…
তিনি আরও বলেন, “এই ঘটনার শেষ দেখে ছাড়ব। যাকে জানাবার তাকে জানাবো। দল জানে ওনার গতিবিধি। মাথা কাজ করছে না বলেই হয়তো এমন করছেন (TMC MP-MLA Clash)।” রচনা স্পষ্টভাবে বলেন, “আমার সাতজন বিধায়কের মধ্যে একজনই হয়তো দলের বদনাম করছেন, বাকি ছয়জন দলের ভাবমূর্তি রক্ষায় কাজ করেন।” তিনি ইঙ্গিতে জানান, দল এই ব্যাপারে অবগত এবং প্রয়োজনে ব্যবস্থা নেবে।
দলীয় সংঘাতের ইঙ্গিত, নির্বাচনের আগে অস্বস্তি (TMC MP-MLA Clash)
প্রকাশ্যে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। সম্প্রতি সাংসদ ও বিধায়কের কর্মসূচিতে একে অপরের অনুপস্থিতি দলীয় বিভেদের ইঙ্গিত দিয়েছিল। রচনার অভিযোগের পর চুঁচুড়ায় তৃণমূলের অস্বস্তি আরও বাড়ছে বলে রাজনৈতিক মহলের অভিমত। আসন্ন বিধানসভা ভোটের আগে এই বিভাজন দলকে বড় সমস্যায় ফেলতে পারে।
আরও পড়ুন: NRC Notice: এবার তুফানগঞ্জে এনআরসি নোটিশ, আতঙ্কে বাঁশরাজার মমিনা বিবি
“দলের মধ্যেই বলব” জবাব বিধায়কের (TMC MP-MLA Clash)
অসিত মজুমদার বলেন, “উনি আমার দলের সাংসদ। আমি ওঁর কথার উপর মন্তব্য করব না। আমি যা বলার, দলের মধ্যেই বলব।” সরাসরি প্রতিক্রিয়া না দিলেও, তাঁর বক্তব্যে অস্বস্তি স্পষ্ট।

স্কুল পরিচালন সমিতি থেকে পদত্যাগ গৌরী মুখোপাধ্যায়ের
ঘটনার জেরে বাণীমন্দির স্কুল পরিচালন সমিতির সভাপতি ও তৃণমূল কাউন্সিলর গৌরীকান্ত মুখোপাধ্যায় পদত্যাগ করেছেন। তাঁর দাবি, “সাংসদের কাছে মিথ্যা অভিযোগ করা হয়েছে (TMC MP-MLA Clash)। আমি ঘটনাস্থলে ছিলাম, বিধায়ক কারো সঙ্গে খারাপ ব্যবহার করেননি।”
তিনি জানান, বিধায়ক শুধু জানতে চেয়েছিলেন মিস্ত্রিদের পরিচয়পত্র স্কুলে রাখা আছে কি না, কারণ এটি একটি মেয়েদের স্কুল এবং নিরাপত্তা ইস্যু ছিল মূলত চিন্তার বিষয়।