Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাদল অধিবেশনের শেষ দিনেও বাংলা (TMC Protest in Parliament) ও বাঙালির হেনস্থা ইস্যুতে সংসদ চত্বরে প্রতিবাদে সামিল তৃণমূল কংগ্রেস। তবে এদিনের প্রতিবাদের ধরন ছিল একেবারে ব্যতিক্রমী। শুধু পোস্টার বা স্লোগানে নয়, কবিতা, গান ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরলেন তৃণমূল সাংসদরা।
উঠল স্লোগান (TMC Protest in Parliament)
বৃহস্পতিবার সকালেই সংসদ ভবনের সামনে জড়ো হন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সদস্যরা (TMC Protest in Parliament)। তাঁদের হাতে ছিল পোস্টার, ব্যানার। স্লোগান উঠল-‘বাংলার অপমান মানছি না, মানব না’। প্রতিবাদী মিছিলে ছিলেন মহুয়া মৈত্র, মৌসম নূর, জুন মালিয়া, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু শেখর রায়, শান্তনু সেন-সহ একাধিক সাংসদ।
সংসদ চত্বরে বাংলা গানের সুর (TMC Protest in Parliament)
তবে প্রতিবাদের রূপ বদলাল যখন সংসদ চত্বরে (TMC Protest in Parliament) গেয়ে ওঠা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের গান ও কবিতা। সংসদ প্রাঙ্গণে ঘুরে ঘুরে এই গান পরিবেশন করলেন তৃণমূল সাংসদরা। সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করলেন রবীন্দ্রনাথের কবিতা। সাংসদ জুন মালিয়াও গলায় তুললেন বাংলা গানের সুর।
বাংলা ভাষাভাষীদের ‘বাংলাদেশি’ আখ্যা
সম্প্রতি ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে হেনস্তা, আটক, এমনকি ‘পুশব্যাক’ করার একাধিক অভিযোগ সামনে এসেছে। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ‘ভাষা ও জাতিগত সন্ত্রাস’ বলে অভিহিত করে শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছে। সংসদের বাদল অধিবেশনে প্রায় প্রতিদিনই এই ইস্যুতে তৃণমূল সাংসদরা সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন।
আরও পড়ুন: Stock Market Update: বোনাস শেয়ার ঘোষণা করতেই তোলপাড় শেয়ার বাজারে!
বৃহস্পতিবারও প্রতিবাদ মিছিল
প্রতিদিনের মতোই বৃহস্পতিবারও প্রতিবাদ মিছিল হয়। কিন্তু এদিন তা নিল সাংস্কৃতিক মোড়। সাংসদদের দাবি, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি দেশের গর্ব। অথচ বাঙালিদের বারবার পরিচয় নিয়ে সন্দেহ করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। তৃণমূলের প্রতিবাদে এবার পাশে দাঁড়িয়েছে আরও কয়েকটি আঞ্চলিক দল। এই ভাষা-হেনস্তার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে দক্ষিণ ও উত্তর ভারতের কিছু রাজনৈতিক দলও।