ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের (TMC) শেষ দু’দিনে মন্ত্রী ও বিধায়কদের অনুপস্থিতি নিয়ে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায় ও নির্মল ঘোষসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হুইপ সত্ত্বেও যারা অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কী জানালেন মন্ত্রী? (TMC)
শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, অনুপস্থিত বিধায়কদের (TMC) তালিকা তৈরি হচ্ছে এবং তাঁদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। বিশেষত, অধিবেশনের শেষ দিনে বেশ কয়েকজন মন্ত্রী হুইপ অমান্য করে অনুপস্থিত ছিলেন, যা পরিষদীয় দলের নজরে এসেছে। নির্মল ঘোষ জানান, দলের অভ্যন্তরীণ বিষয় হিসেবে শৃঙ্খলা রক্ষার কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।
বিরোধীদের সমালোচনা
এদিকে, বিরোধী পক্ষ এই ঘটনার (TMC) সমালোচনা করেছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “হুইপ না মানলে সদস্যপদ হারানোর আইন রয়েছে, কিন্তু বাস্তবে কি হবে? বিধানসভায় যেন সার্কাস চলছে।” তিনি প্রশাসনের বিরুদ্ধে খোঁচা দিয়েছেন, দাবি করেছেন যে, এই ধরনের ঘটনার সম্প্রচার টিভিতে করা উচিত।
আরও পড়ুন: Bollywood Actress Assault: হাত-পা বেঁধে অভিনেত্রীকে নির্যাতন, হোটেল রুমেই ভয়ানক কাণ্ড!

সোমবারের এই বৈঠকে ৫০-এর ও বেশি অনুপস্থিত বিধায়কের ভাগ্য নির্ধারিত হয়েছে। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হয় তা জানতে উৎসুক পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল।