ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীর যাচ্ছে তৃণমূলের(TMC)প্রতিনিধি দল। পাকিস্তান সেনার গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকা পরিদর্শন করবে তৃণমূলের এই প্রতিনিধি দল। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক এলাকায় যাবেন তৃণমূলের ৫ প্রতিনিধি। মঙ্গলবার শাসকদলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একথা জানানো হয়েছে। শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তৃণমূলের এই প্রতিনিধিরা।
কাশ্মীর যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল(TMC)
তৃণমূল(TMC) সূত্রে খবর, পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমূল হক, সাগরিকা ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও মমতাবালা ঠাকুর। আগামী ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন। ঘুরে দেখবেন বিভিন্ন এলাকা। পাশাপাশি, কথা বলবেন স্বজনহারা পরিবারগুলির সঙ্গেও। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন, সবার আগে দেশ। তাই দেশের স্বার্থে সবাইকে একজোট হওয়া উচিত।
পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা(TMC)
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে ২৬ জন পর্যটকদের হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। ওই হামলার ১৫ দিনের মাথায় ৭ মে ভোর-রাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি। শেষ পর্যন্ত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।
আরও পড়ুন: Bus Strike: চলতি সপ্তাহে তিনদিনের বাস ধর্মঘট, চরম ভোগান্তির আশঙ্কা
ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান সেনার নিশানা
তবে অপারেশন সিঁদুরের(Operation Sindoor) জঙ্গিঘাঁটিতে আঘাত হানলেও পাকিস্তানের সাধারণ নাগরিকদের নিশানা করা হয়নি বলেই জানানো হয় ভারতীয় সেনার তরফে । তারপরও অপারেশন সিঁদুরের পর পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিকে নিশানা করে। গোলাবর্ষণ করে। পাকিস্তান সেনার হামলা থেকে সাধারণ মানুষও রেহাই পাননি। শ্রীনগর, পুঞ্চ, রাজৌরিতে পাকিস্তান সেনার গোলাগুলিতে ১৫ জন সাধারণ নাগরিক প্রাণ হারান। ৪০ জনের বেশি জখম হন। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: TMC: তৃণমূল সুপ্রিমোকে ফোন রিজিজুর, তৃণমূলের প্রতিনিধি কে? অভিষেককে মনোনীত করলেন নেত্রী
ক্ষতিগ্রস্ত শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরির ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতেই এবার যাবেন তৃণমূলের(TMC) প্রতিনিধিরা। মঙ্গলবার তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৫ প্রতিনিধি জম্মু ও কাশ্মীর যাবেন।
বুধবার থেকে তিন দিন ধরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন ডেরেকরা। প্রিয়জনদের হারানো পরিবারগুলির দুঃখ ভাগ করে নেবেন বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।