ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঢালিউডের একের পর এক ছবিতে টলিউডের নায়িকা (Tollywood Actress)। তালিকাটা দিনের পর দিন বাড়ছে। আর সেই তালিকায় যুক্ত হচ্ছে একের পর একের নতুন টলি সুন্দরীর নাম। কখনও মিমি (Mimi Chakraborty), কখনও নুসরত (Nusrat Jahan), কখনও ইধিকা (Idhika Paul)। আবার কখনও বা দর্শনা বণিক (Darshana Banik)। শুধু কি তাই! ঢালিউডে টলিউড নায়িকাদের কাজ যথেষ্ট প্রশংসনীয়। রীতিমত ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিচ্ছে সেই সমস্ত সিনেমা।
শাকিব-দর্শনার জুটি (Tollywood Actress)
ঈদের আগেই বাংলাদেশের ‘বরবাদ’ ছবি নিয়ে নতুন উত্তেজনা দেখা দিয়েছে (Tollywood Actress)। যদিও ছবিটি মুক্তি পাবে কিনা, সে নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছে। অপরদিকে জানা যাচ্ছে, ঈদে মুক্তি পেতে চলেছে ‘অন্তরাত্মা’ ছবি। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান এবং টলিউডের মিষ্টি অভিনেত্রী দর্শনা বণিক। এই ছবির কাজ শেষ হয়েছে বেশ কয়েক বছর আগে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবিটির গান থেকে শুরু করে ট্রেলার, বেশ সাড়া ফেলেছে।
বরবাদে দুই টলি নায়িকা (Tollywood Actress)
যদি বরবাদের কথা বলা হয়, এই ছবিতেও দেখা গিয়েছে দুই টলি নায়িকাকে (Tollywood Actress)। শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। এর আগেও শাকিবের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল প্রিয়তমা ছবিতে। প্রিয়তমা বাংলাদেশের রীতিমত সুপারহিট ছবি। এছাড়াও ‘বরবাদ’ ছবিতে আইটেম গানে দেখা যাবে টলিউডের নুসরতকে। ‘চাঁদমামা’ গানের ঝলক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছে নেটপাড়া। শাকিব অনুরাগীরা ভীষণ উচ্ছ্বসিত। বরবাদ ছবির শুটিং হয়েছে ভারতের মুম্বাইকে। এর আগে নুসরতকে বলতে শোনা গিয়েছিল, বাংলাদেশের সিনেমায় কাজ করতে চান তিনি। ২০১৮ সালে শাকিবের সঙ্গে নাকাব ছবিতেও কাজ করেছিলেন নুসরত।
আরও পড়ুন: Shweta Bhattacharya: সময়ের অভাব! বিয়ের পর প্রেম বাড়ানোর চেষ্টায় শ্বেতা-রুবেল
টলি নায়িকাদের সাথে শাকিবের রোম্যান্স
টলিপাড়ার নায়িকাদের সঙ্গে শাকিবের অনস্কিন রোম্যান্স যথেষ্ট প্রশংসা কুড়োচ্ছে দর্শক থেকে শুরু করে অনুরাগীদের কাছে। যদিও এই প্রথম নয়, এর আগে শাকিব-মিমির ‘দুষ্টু কোকিল’ থেকে শুরু করে ‘লাগে উরা ধুরা’ ঝড় তুলেছিল ঢালিউডে। এই দুই গান বেশ জনপ্রিয় হয়েছিল দুই বাংলায়। তাছাড়া বরবাদে শাকিব-ইধিকার জুটি দেখে অনেকেই আশাবাদী। কারণ প্রিয়তমায় এই জুটির সফলতা দেখেছে দুই বাংলা।
আরও পড়ুন: Salman Khan Watch: সালমানের ঘড়ি নিয়ে আলোচনা তুঙ্গে, দাম শুনলে কপালে উঠবে চোখ! দেখুন ভিডিয়ো
টলিউডে ঢালিউড অভিনেতা
এই প্রথম নয়, এর আগেও ঢালিউডে কাজ করেছেন শ্রাবন্তী, স্বস্তিকা, প্রিয়াঙ্কা, ঋতুপর্ণার মতো বহু শিল্পী। অপরদিকে ঢালিউডের বহু শিল্পীদের টলিউডে দেখা যায়। সেই তালিকায় রয়েছেন পরিমনি, জয়া আহসান, শাকিব খান, ফেরদৌস, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে অনেকেই।