ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রায় সাড়ে চার মাস পর চালু হল নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয়ট্রেন (Toytrain)। দেশ-বিদেশের পর্যটক সহ মোট ৩৫ জন যাত্রী নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। ট্রেনটি রবিবার বিকেল প্রায় ৫টা নাগাদ দার্জিলিংয়ে পৌঁছয়। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই পদক্ষেপে খুশি দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা।
সুদূর অস্ট্রেলিয়া থেকে দার্জিলিংয়ে (Darjeeling) বেড়াতে এসেছেন হেনা মারিয়া, ব্রেইনার মতো ভ্রমণপ্রেমীরা। হেনা বলেন, ”এতদিন দার্জিলিংয়ের টাইগার হিল সম্বন্ধে শুধু জানতাম। এবারে সেটি চাক্ষুষ করতে এসেছি।” গাজিয়াবাদ থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা রিটা রানা বলেন ”বেশ কয়েক মাস আগে টয় ট্রেনের টিকিট করা ছিল। তবে আশঙ্কা ছিল শেষ পর্যন্ত খেলনা গাড়িতে চড়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারব কিনা।”
আরও পড়ুন: https://tribetv.in/howrah-bridge-will-be-closed-due-to-maintainance/
এই আশঙ্কা নিয়ে প্রশ্ন করতেই জবাবে তিনি বলেন, ”মাঝেমধ্যেই শুনি পাহাড়ের রাস্তায় ধসের কারণে ট্রেন বন্ধ থাকে। বহুবার খবরে জেনেছি দুর্ঘটনার কথা। সেই কারণেই আশঙ্কা তৈরি হয়েছিল।” যদিও এই মুহূর্তে তেমন কোনও আশঙ্কা নেই বলেই দাবি রেলের কাঠিহার ডিভিশনের ডিআরএম সঞ্জয় কুমারের। এদিন ট্রেন চালুর আগে এনজেপির টয়ট্রেন প্ল্যাটফর্মে ডিআরএম সহ রেলের পদস্থ আধিকারিকরা একটি সাংবাদিক বৈঠক করেন।
আরও পড়ুন: https://tribetv.in/ncb-seize-rs-2000-crore-drugs-on-raid-in-lords-of-drugs/
সেখানে ডিআরএম বলেন, ‘কয়েক মাস বন্ধ থাকা অবস্থায় রেললাইনের সংস্কার হয়েছে। তাই বর্তমানে কোনও আশঙ্কা নেই। এছাড়াও বৃষ্টির মরশুম না থাকায় পাহাড়ে ধসের সেই রকম কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।’ আগামী বছর পুজোর মরশুমে ডিএইচআর-এর তরফে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হবে বলে খবর। এখন থেকেই এর প্রস্তুতি ও পরিকল্পনা নেওয়া শুরু হবে রেলের তরফে। এদিন সাংবাদিক বৈঠক শেষে ডিআরএম সহ রেলের আধিকারিকরা সবুজ পতাকা নাড়িয়ে টয় ট্রেনের যাত্রার সূচনা করেন। দীর্ঘদিন পর টয়ট্রেন চালু হওয়াতে রেল ও পর্যটক মহলে বেশ খুশির হাওয়া দেখা গিয়েছে।