ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। বুধবার রাতেই তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ‘দানা’। জন্ম নেওয়ার পর থেকেই ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার পাশাপাশি বাংলাতেও ব্যাপক প্রভাবের আশঙ্কা। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই তৎপর প্রশাসন।
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব পড়েছে খাস কলকাতার রেল পরিষেবাতেও। বুধবার থেকেই সাইক্লোনের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়। তার জেরে বন্ধ ফেরি চলাচল, সন্ধে থেকে বন্ধ উড়ান। বৃহস্পতিবার সন্ধে ৬টার পর কোনও বিমান ওঠা-নামা করবে না, বলেই সিদ্ধান্ত। এছাড়া কলকাতার রেল পরিষেবাতেও পরেছে বিস্তর প্রভাব। টানা ১৪ ঘণ্টা পুরোপুরি বন্ধ ট্রেন চলাচল।
আরও পড়ুন: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’, সর্বোচ্চ প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরে
বৃহস্পতিবার রাত ৮টার পর শিয়ালদহ স্টেশন থেকে চলবে না কোনও লোকাল ট্রেন। এমনকি নামখানা কিংবা হাসনাবাদ স্টেশন থেকে সন্ধে ৭টার পর কোনও ট্রেন স্টেশন ছেড়ে শিয়ালদহের পথে আসবে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিয়ালদা ডিভিশনে ১৬০টির মতো লোকাল ট্রেন বাতিল থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ট্রেন ছাড়বে না। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার শিয়ালদা ডিভিশন একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সেখানে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। থাকবে মেডিক্যাল টিম। সাগর, হাসনাবাদ, ডায়মন্ড হারবার, কাকদ্বীপের মতো এলাকাগুলিতে বিশেষ নজরদারি টিম মোতায়েন করা হবে।