ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মে মাসের শুরুতেই রেলযাত্রীদের জন্য শুরু হচ্ছে এক (Train Cancelled) বড়সড় চ্যালেঞ্জ। হাওড়া-খড়্গপুর শাখায় দীর্ঘ ১৯ দিনের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের অন্তর্গত সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ ও ‘প্রি-প্রি এনআই’ (Pre Non-Interlocking) কাজের জন্য ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত এই সমস্যার সম্মুখীন হতে হবে যাত্রীদের।
২০০টিরও বেশি লোকাল ট্রেন সম্পূর্ণভাবে বাতিল (Train Cancelled)
এই সময়কালে প্রায় ২০০টিরও বেশি লোকাল ট্রেন সম্পূর্ণভাবে বাতিল (Train Cancelled) করা হচ্ছে। শুধু লোকাল ট্রেন নয়, বাতিল করা হচ্ছে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেনও। এছাড়াও বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং সময়সূচীতেও পরিবর্তন আনা হয়েছে। এর ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীরা ব্যাপক সমস্যার মুখে পড়তে চলেছেন।
দূরপাল্লার ট্রেন বাতিল (Train Cancelled)
একই সঙ্গে উত্তর-পূর্ব রেলের গোরক্ষপুর ডিভিশনে চলমান ইন্টারলকিংয়ের কাজের (Train Cancelled) জেরেও একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বহু জনপ্রিয় ট্রেন যেমন গোরক্ষপুর-পুণে, গোরক্ষপুর-সেকেন্দ্রাবাদ, গোরক্ষপুর-যশোবন্তপুর, গোরক্ষপুর-লোকমান্য তিলক, এবং গোরক্ষপুর-বান্দ্রা এক্সপ্রেস নির্ধারিত দিনে চলবে না।
এই বিপর্যয় আরও সমস্যার কারণ
এই পরিস্থিতিতে যাত্রীরা পূর্ব পরিকল্পনা করে যাত্রা করার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ। অনেক যাত্রী ইতিমধ্যেই অনলাইনে টিকিট বুকিং বাতিল করছেন কিংবা বিকল্প পরিবহণ খুঁজে নিচ্ছেন। যারা নিয়মিত অফিস যাতায়াত করেন, তাদের জন্য লোকাল ট্রেন পরিষেবার এই বিপর্যয় আরও সমস্যার কারণ হতে চলেছে।
মান উন্নত করতেই এই আধুনিকীকরণের কাজ
রেল আধিকারিকদের দাবি, যাত্রীসেবার মান উন্নত করতেই এই আধুনিকীকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। সাঁতরাগাছি স্টেশনে নতুন সিগন্যালিং ব্যবস্থা, প্ল্যাটফর্ম উন্নয়ন এবং ট্র্যাকে প্রযুক্তিগত পরিকাঠামো নির্মাণের কাজ চলবে এই সময়কালে। দীর্ঘমেয়াদে এই কাজগুলি যাত্রীদের সুবিধা দেবে বলে রেল আশাবাদী।
আরও পড়ুন: India US Trade Deal: ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি, নতুন দিগন্তের দিকে সম্পর্ক!
তবে আপাতত পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাস পরিষেবা এবং বিকল্প ট্রেন রুট সক্রিয় করার প্রস্তাব উঠেছে রাজ্য পরিবহণ ও রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবুও, এত বিপুল সংখ্যক ট্রেন বাতিলের কারণে যাত্রীদের দুর্ভোগ এড়ানো কঠিনই হতে চলেছে।