ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন সেনাবাহিনীতে(Transgender Banned In US Military) আর যোগ দিতে পারবেন না রূপান্তরকামীরা। কয়েকদিন আগেই একটি এগজিকিউটিভ অর্ডারে সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার ইউএস আর্মি-র তরফে এক্স হ্যান্ডলে পোস্টে জানিয়ে দেওয়া হয়েছে, মার্কিন সেনাবাহিনীতে আর রূপান্তরকামীদের যোগ দেওয়া যাবে না। এমনকি চাকরিরত অবস্থায় রূপান্তরিত হওয়াও যাবে না। পরিষেবার অন্তর্ভুক্ত সদস্যদের জন্য লিঙ্গ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত পদ্ধতিগুলির ব্যবহারও বন্ধ করা হল।
রূপান্তকামী রয়েছেন পনেরো হাজার (Transgender Banned In US Military)
মার্কিন সেনাতে ১৩ লক্ষ কর্মী রয়েছেন।তাঁদের মধ্যে রূপান্তকামী রয়েছেন পনেরো হাজার(Transgender Banned In US Military)। যদিও ১ হাজারেরও নিচে বলেই অন্য সূত্রের দাবি। তবে শেষপর্যন্ত সংখ্যাটা যাই হোক, তাঁদের বরখাস্ত করার কোনও নির্দেশ দেওয়া হয়নি। প্রতিরক্ষা সচিব জানিয়েছে, যাঁরা কর্মরত তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। শুক্রবার সে দেশের সেনাবাহিনী আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়ে রূপান্তরকামী নিয়োগ বন্ধের কথা জানিয়েছে। কর্মরতদের ক্ষেত্রে লিঙ্গ পরিবর্তন ও সেই সংক্রান্ত সুযোগ-সুবিধাও দেবে না মার্কিন সেনাবাহিনী।
সপ্তাহখানেকের মধ্যেই নির্দেশ জারি ট্রাম্পের (Transgender Banned In US Military)
ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার সময়ই সামরিক ক্ষেত্রে রূপান্তরকামীদের সেনায় যোগ দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। মসনদে ফিরেই সপ্তাহখানেকের মধ্যেই সেই নির্দেশ ফের জারি করেন ট্রাম্প(Transgender Banned In US Military)। উল্লেখ্য, ট্রাম্প ভোটে জিততেই উদ্বেগ প্রকাশ করেছিলেন এলন মাস্কের মেয়ে ভিভিয়ান জেন্না উইলসন। যিনি নিজেও একজন রূপান্তরকামী। জেন্না আশঙ্কা প্রকাশ করেন, অচিরেই রূপান্তরকামীদের উপর বড় নিষেধাজ্ঞা জারি করবেন ট্রাম্প। তেমনটাই ঘটতে দেখা গেল বাস্তবে।
আরও পড়ুন:Suicide Attack in Afghanistan: আফগানিস্তানের আবাসন মন্ত্রকের দফতরে আত্মঘাতী হামলা, নিহত ১
মেয়েদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ
মেয়েদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করা হয়েছে কয়েকদিন আগে। পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আগে সার্বিক ভাবেই রূপান্তরকামীদের মহিলাদের খেলা থেকে নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে চাপও দিচ্ছেন ট্রাম্প। তিনি তার সেনাবাহিনীতে রূপান্তরকামীদের প্রবেশ নিষিদ্ধ করার একটি চুক্তিতে স্বাক্ষর করার পরই শুক্রবার মার্কিন সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে তারা আর ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেবেন না(Transgender Banned In US Military)।
ট্রাম্প দেশে এনেছেন অনেক বদল
ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরই দেশে এনেছেন অনেক বদল। তিনি জন্মসূত্রে নাগরিকত্বের আইনও বাতিল করেছেন, আন্তর্জাতিক সংস্থার চুক্তির প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে, প্রথম দিনেই বিশ্ব অর্থনীতি, গাজা ও রাশিয়ার চুক্তি নিয়ে মুখ খুলেছেন তিনি। মেয়েদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করা হয়েছে। এবার তিনি আনলেন আমেরিকার সেনাবাহিনীর নিয়মে কিছু পরিবর্তন।
আরও পড়ুন:Munich Car Crash: মিউনিখে ভিড় রাস্তায় ঢুকল বেপরোয়া চলন্ত গাড়ি, আহত শিশু-সহ ২৮
লিঙ্গ-নির্ণয় সমস্যায় আক্রান্তদের নিষেধাজ্ঞা জারি
মার্কিন সেনাবাহিনী জানিয়েছেন ‘লিঙ্গ ডিসফোরিয়ার ইতিহাসে আছে এমনই একটি ঘটনা, কিছু মানুষদের জন্য সমস্ত নতুন প্রবেশাধিকার স্থগিত করা হয়েছিল এর আগেও এবং পরিষেবার সদস্যদের জন্য লিঙ্গ পরিবর্তন করার সঙ্গে সঙ্গে সমস্ত অনির্ধারিত বা নির্ধারিত পরিকল্পিত চিকিৎসা পদ্ধতিও স্থগিত করা হয়েছিল।’ ৭ ফেব্রুয়ারির এক স্মারকলিপি অনুসারে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ লিঙ্গ-নির্ণয় সংক্রান্ত সমস্যায় আক্রান্তদের উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন এবং লিঙ্গ-নিশ্চিতকরণের জন্য সকল ধরণের সেবা বন্ধ করে দিয়েছেন।
রূপান্তরকামী সেনাদের প্রচুর চিকিৎসা খরচ
মার্কিন সেনাবাহিনীর ঘোষণায় বলা হয়েছে, সরকার কেবল ‘দুই লিঙ্গ – পুরুষ এবং মহিলা’ স্বীকৃতি দেয় এবং রূপান্তরকামী ক্রীড়াবিদদের খেলাধুলায়ও অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প তার প্রথম মেয়াদে ঘোষণা করেছিলেন যে, তিনি রূপান্তরকামী সৈন্যদের সামরিক বাহিনীতে কাজ নিষিদ্ধ করবেন। তাঁর প্রশাসন তাদের নিয়োগ স্থগিত করে এবং কর্মরত কর্মীদের থাকার অনুমতি দেয়। মার্কিন রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছিলেন যে, রূপান্তরকামী সেনাদের জন্য প্রচুর চিকিৎসা খরচ বহন করতে হয় সরকারকে। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। রূপান্তরকামীদের নিয়ে একের পর এক নির্দেশকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।