ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মন্দির ও ঘাট মিলিয়ে ইতিহাসের শহর যেন বারাণসী। যেখানে ছড়িয়ে আছে নানান স্থাপত্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন (Travel)। তাহলে চলুন জেনে নেওয়া যাক বারাণসীর কিছু দর্শনীয় স্থান সম্পর্কে।
মধ্যরাতের দৃশ্য (Travel)
শশীবাবুর খুনের দৃশ্য, গা ছমছম ভাব, সামনে তিন মূর্তি। লালমোহন বাবু, তোপসে আর ফেলুদা। এই দৃশ্য আজও সবার মনের মধ্যে আজও স্পষ্ট। যেখান থেকে ভ্রমণ প্ৰিয় মানুষের মধ্যে জন্ম দিয়েছে বারাণসী ঘুরে দেখার ইচ্ছে। গঙ্গার ঘাট, অলিগলি, কাশী বিশ্বনাথ মন্দির, রাবড়ি-লস্যি এসবের সাথে আছে আরও বেশ কিছু স্থান যা দিয়ে জায়গাটা যেমন চেনা যায় তেমনই সেই ঘুরে দেখার অনুভূতি হয়ে ওঠে আরও অনন্য। প্রাচীন শহরে আধুনিকতার ছোঁয়া লাগলেও আজও সেখানে ইতিহাস দাঁড়িয়ে আছে মাথা তুলে। তাহলে চলুন আরও ভাল করে চিনে নেওয়া যাক বারাণসীকে।
কাশী বিশ্বনাথ মন্দির
বারাণসী তথা কাশীর মূল আকর্ষণের অন্যতম হলো এই কাশী বিশ্বনাথ মন্দির (Travel)। এই মন্দির তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম। কমবেশি সারা বছর থাকে ভক্তদের ভিড় তবে এর যেমন আছে ধর্মীয় গুরুত্ব তেমনই আছে ঐতিহাসিক গুরুত্ব। মন্দির লাগোয়া প্রাচীন জ্ঞানবাপী মসজিদও দেখতে পাবেন এখানে গেলে।
যন্তর-মন্তর
কাশীর বাকি ঘটগুলোর পাশাপাশি বিখ্যাত ঘাট হলো দশাশ্বমেধ ঘাট। যার পাশেই আছে মানমহল ঘাট। এই ঘাট যন্তর-মন্তর ঘাট নামেই বেশি পরিচিত (Travel)। এখানে গেলে দেখতে পাবেন বড় সূর্য ঘড়ি, ছোট সূর্য ঘড়ি ও জ্যোর্তিবিজ্ঞানের নানা যন্ত্র। এখানের ছাদ থেকে গঙ্গার অপূর্ব দৃশ্য দেখা যায়। মানমহল ঘাটে মিউজিয়াম তৈরি করা হয়েছে ২০১৯ সালে, যেখানে গেলে দেখা যায় পৌরাণিক কাহিনীগুলো ছবি ও শব্দের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
লাল খানের মাকবারা
বারাণসীর উত্তর প্রান্তে মালব্য সেতু। এর খানিকটা উত্তরে খানের মাকবারা। লাল খান ছিলেন রাজা বলবন্ত সিংহের সেনাপতি। লাল খানের সমাধির উপরই বলবন্ত সিং নির্মাণ করিয়ে ছিলেন এই সুদৃশ্য মাকবারা। মাকবারার চারটি কোণায় আছে চারটি নজরমিনার।
রাজঘাট
লাল খান মাকরার একদম পাশে রাজঘাট। এই রাজঘাট অষ্টম শতাব্দীর প্রত্নস্থল। ১৯৪০ সালে কাশী রেলস্টেশন সম্প্রসারণের সময় মাটির নীচ থেকে প্রাচীন ইট খুঁজে পাওয়া যায়। তার পরেই গবেষকরা এখানে খননকার্য শুরু করেন। ধাপে ধাপে বেরিয়ে আসতে থাকে অষ্টম শতকের ইটের কাঠামো। প্রাচীন শহর বেনারসের শুরু এখান থেকেই।
মানমন্দির
মানমন্দির একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত যন্ত্র দিয়ে তৈরি যা সময় গণনা করে, চন্দ্র ও সৌর ক্যালেন্ডার প্রস্তুত করে এবং অসংখ্য গ্রহ, নক্ষত্র এবং অন্যান্য স্বর্গীয় বস্তুর গতিবিধি, দূরত্ব এবং কোণ অধ্যয়ন করে। এই স্বর্গীয় স্থানটি আপনাকে প্রাচীন, মহাজাগতিক বারাণসীর এক ঝলক দেখাবে।
তিব্বতি মন্দির
বারাণসী বিশ্বের প্রাচীনতম জনবহুল শহরগুলির মধ্যে একটি। বিশ্বে অনেক ধর্ম বর্তমান। আর তার ছাপ আছে বারাণসীতেও। তিব্বতি মন্দিরটি একটি বৌদ্ধ মন্দির এবং একটি ঐতিহাসিক স্থান, বিশ্বাস মতে যেখানে বুদ্ধ জীবনের চারটি সত্য শিক্ষা দিয়েছিলেন। এখানে গেলে দেখতে পাবেন শাক্যমুনির মূর্তি, বৌদ্ধ চিত্রকর্ম প্রার্থনা চক্র। যেখানে গেলে মনে বিরাজ করবে শান্তি।

এগুলো ছাড়াও ঘুরে দেখতে পারেন পঞ্চগঙ্গা ঘাট, মণিকর্ণিকা ঘাট, কেদার ঘাট, তুলসী ঘাট এবং আরও অনেক কিছু (Travel)। এই সমস্ত সুন্দর ঘাটগুলি তাদের আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। এক ঘাট থেকে অন্য ঘাটে নৌকা ভ্রমণ এখানকার প্রধান আকর্ষণ।