ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতি বছর পুজো আসে নিজস্ব ছন্দে। মায়ের পুজোয় মেতে ওঠে বঙ্গবাসী। তবে প্রতিটি পুজো মানুষের জীবনে বিশেষ কিছু ছাপ ফেলে যায়। যেমন এবারের পুজোতে আবাসনে শারদ হুল্লোড় এক অসাধারণ সুখস্মৃতি ফেলে গিয়েছে।
Nature pure ও TRIBE TV বাংলার যৌথ উদ্যোগে পুজোর একমাস আগে থেকে শুরু হয়েছিল ভাবনা চিন্তা। আর সেই ভাবনা চিন্তার ফলশ্রুতি হিসেবে তৈরি হয়েছিল আবাসনে শারদ হুল্লোড়। এই হুল্লোড়ে মেতে উঠতে আমরা পেয়েছিলাম মোট ৩০ টি আবাসন। সেখান থেকে বেছে নেওয়া হয়েছিল তিনটি আবাসনকে। পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী মোট তিন দিনের জন্য যথাক্রমে নিউটাউন, বেহালা এবং সর্বশেষে বালি আবাসনকে।
‘NATURE PURE’ এর শুদ্ধতা আর TRIBE TV কলাকুশলীদের দক্ষতার সংমিশ্রণে এক অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছিল প্রত্যেকটি আবাসনে। মুহূর্তগুলি তৈরি হয়েছিল নাচ, গান, শ্রুতিনাটক, কবিতা আবৃত্তি মায়ের ভোগ রান্না। যেটি আবাসনের ১০ জন করে সদস্যা মিলে মাকে নিবেদন করেছিলেন রান্না করে লাইভে। এছাড়াও ছিল স্পটকুইজ। এই হুল্লোর শেষে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছিল নেচারপিওর এর তরফ থেকে বিশেষ উপহার।
আরও পড়ুন: https://youtu.be/lZJum7fSxHg?si=GSEB8snxNaXDtiNz
প্রচুর লোকের সমাগম হলেও পুরস্কার ছিল প্রত্যেকের জন্য। নেচার পিওরের তরফ থেকে আর এই সুন্দরমুহূর্তগুলো তুলে ধরেছিল Tribe TV বাংলা। তাদের আনন্দ, ভালোলাগা এবং অকপট স্বীকারোক্তি। এইরকম অনুষ্ঠান তারা বারবার চায় প্রতি বছর পুজোতে। সবার প্রথমে আসি নিউটাউন আবাসনের সুস্মিতার কথায়। ”এর পরের বছর আরও ভালো করে আমরা এখানে আপনাদের সঙ্গে কাজ করতে চাই আবারও আসবেন। ভীষণ ভালো লাগলো আপনাদের এই প্রোগ্রামের অংশীদার হতে পেরে। প্রোগ্রামের সময়সীমা যদি আরেকটু বাড়ানো যেত আরো কিছু দেখানো যেত এই মন্তব্য গুলো কাজের অনুপ্রেরণা।”
আরও পড়ুন: https://youtu.be/Mgg2zlq25sU?si=ThDR5_gYSQar0qFW
আরেকটি আবাসন বেহালাতে যেখানে ওরা ভাবতেই পারেননি এইরকম একটা অনুষ্ঠান হতে পারে। তাই সৌমেন দা বারবার বলেছেন আবার পরের বছরের অপেক্ষায় থাকলাম। সর্বশেষে বালি আবাসন। এত স্বতঃস্ফূর্তভাবে ওনারা আমাদের সাহায্য করেছেন এবং মেতে উঠেছিলেন এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে বারবার মূল উদ্যোক্তা সুমিতা বলেন, ”এর পরের বার আমরা আর একটু বড় জায়গায় কাজ করতে চাই। আপনারা আসুন।” আসলে উনাদের মনের অনুপাতে জায়গাটা হয়তো একটু ছোটই ছিল তাতে কিন্তু অসুবিধা হয়নি কিচ্ছু।
আরও পড়ুন: https://youtu.be/1WhqSmTOI5s?si=o6fBHThiB2sOYwkZ
তবুও এই কথাগুলো আমাদের বারবার আমাদের জয়ের আভাস দেয়। মুহূর্তগুলি রয়ে গেছে ট্রাইব টিভি বাংলার ইউটিউব লিংক এবং ফেসবুকে পেজে। প্রত্যেকটি আবাসন থেকে যখন ফিরে এসেছি তাদের মুখে মনে এই প্রশ্নটাই ছিল আসছে বছরকে কি আবারো হবে এখানে!!!! তাদের এতটাই ভালো লাগা তৈরি হয়েছিল। জীবনে চলার পথে এতগুলো মানুষকে একসঙ্গে আনন্দ দেওয়া একমাত্র সম্ভব হয়েছিল নেচারপিওর এবং ট্রাইব টিভি বাংলার যৌথ উদ্যোগে আবাসনে শারদ হুল্লোড় অনুষ্ঠানের মধ্য দিয়ে।