ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফ্লোর কোঅর্ডিনেশন। বিজেপি বিরোধী দলগুলোকে যখন এক জায়গায় আনতে সমস্যা হয়, তখন সুকৌশলে তাদের একজোট করতেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক হরকিসেন সিং সুরজিৎ। সুরজিতের প্রয়ানের পর সেই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সীতারাম ইয়েচুরি (Tribute to Sitaram Yechury)। তিনিও সম্প্রতি প্রয়াত হয়েছেন। হঠাৎই তাঁর প্রয়াণে সিপিএমের সংসদীয় রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে। এবার বইমেলায় তাঁর কাজকে সম্মান জানাতে উদ্যোগী সিপিআইএমে যুব সংগঠন।
২০০৪ সাল বোধহয় সিপিআইএম বা বামেদের কাছে মাইলস্টোন। কারণ সংসদীয় গণতন্ত্রে সেই প্রথম ৬১ জন সাংসদকে সংসদে পাঠাতে পেরেছিল সিপিআইএম তথা বামেরা। এরপর এই রাজ্য থেকে ২০০৬ সালের অভাবনীয় ফলাফলের পর বিপর্যয়। সারা দেশে এখন সংসদীয় অর্থাৎ মানুষের প্রতিনিধি হিসেবে পিছিয়ে পরেছেন তারা।
আরও পড়ুন: Weather Update: মাঘের শেষলগ্নে আবহাওয়ার ভোলবদল, বঙ্গে শীতের শেষ কামড় !
বইমেলায় শ্রদ্ধার্ঘ্য ইয়েচুরিকে (Tribute to Sitaram Yechury)
রাজনৈতিক মহলের একটা অংশ মনে করেন, আসলে বামেদের মধ্যে এমন লোকের অভাব প্রকট হয়েছে যারা অন্য সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে একটা বোঝাপড়া করতে পারেন। যা একদা হরকিষান সিং সুরজিৎ, জ্যোতি বসু করতে পেরেছিলেন। সিপিআইএমে বর্তমানে এমন যিনি ছিলেন, তাঁর হঠাৎ মৃত্যু আরও সমস্যায় ফেলেছে দলকে। তিনি সীতারাম ইয়েচুরি (Tribute to Sitaram Yechury)। কিন্তু তাঁর এই সবাইকে নিয়ে চলার বার্তা মানুষের কাছে পৌঁছতে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের স্টলে উদ্যোগ নেওয়া হয়েছে।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ইঙ্গিত মিলেছে শাসকের বিরুদ্ধে একজোট হলে, তার একছত্র ক্ষমতা রুখে দেওয়া সম্ভব। যার উদাহরণ ইন্ডিয়া জোট। এরাজ্য থেকে এই জোটে প্রথম থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি, সিপিআইএমের তরফে সীতারামও যে গুরুত্বপূর্ণ ভূমিকাতে ছিলেন, একথা স্বীকার করেন সর্বভারতীয় সব রাজনৈতিক ব্যক্তিত্বও (Tribute to Sitaram Yechury)। সিপিআইএমের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কলকাতা বইমেলায় তাঁকে তাঁর কাজের মধ্যে দিয়ে জীবন্ত রাখতে পারে কী না, তার বিশ্লেষণ করবে সময়।