Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই ধারাবাহিকের (TRP) বয়স বেশি না হলেও, তাকে কেউ ধরতে পারছে না। ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে জি বাংলার (Zee Bangla ) মেগা। বলা হচ্ছে, ‘পরিণীতা’র (Parineeta) কথা। চলতি সপ্তাহে আবারও টিআরপির তালিকায় (TRP List) এক নম্বর জায়গা করে নিল ধারাবাহিকটি। দ্বিতীয় নম্বরে কে? কোন কোন ধারাবাহিক রয়েছে সেরা পাঁচে? নম্বর বাড়ল কার? সবটাই রয়েছে আজকের প্রতিবেদনে।
দর্শকদের অপেক্ষার অবসান (TRP)
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এলে বাংলার দর্শকদের (TRP) অপেক্ষার অবসান হয়। অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করেন, এই দিনটির জন্য। কারণ এই দিন প্রকাশ্যে আসে সপ্তাহের টিআরপি তালিকা। কোন ধারাবাহিক জনপ্রিয়তায় এগিয়ে গেল, কোন ধারাবাহিক স্লট হারাল, কিংবা কোন ধারাবাহিক বেশি নম্বর পেল, সবটাই জানা যায় এই টিআরপি তালিকা থেকে।
আদৃত ভক্তদের জন্য সুখবর (TRP)
এবারে টিআরপির তালিকা বলছে, আদৃত ভক্তদের জন্য (TRP) সুখবর রয়েছে। ‘চিরসখা’কে মাত দিয়ে একটু একটু করে এগিয়ে আসছে ‘মিত্তির বাড়ি’ (Mittir Bari) । যেখানে গত সপ্তাহে নম্বর পেয়েছিল ৫.৯, সেখানে এবারে পেয়েছে ৬ পয়েন্ট। ‘মিত্তির বাড়ি’র বিপরীতে স্টার জলসায় ওই সময় দেখানো হয় ‘ চিরসখা’। যদিও ধারাবাহিকটি একদম নতুন। টিআরপি চার্টে এখনও পাকা জায়গা করতে পারেনি।
আরও পড়ুন: Hina Khan Marriage: শীঘ্রই কলকাতার ছেলেকে বিয়ে করছেন হিনা খান! কতদিন প্রেম করলেন?
প্রথম দশে কারা?
সেরার সেরা হয়েছে ‘পরিণীতা’। এ সপ্তাহে রেটিং পেয়েছে ৮.১। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। ফুলকির রেটিং ৭.৫। ৭.২ রেটিং পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘কথা’। অপরদিকে ৭ রেটিং পেয়ে চতুর্থ স্থানে যৌথ ভাবে রয়েছে ‘গীতা এলএলবি’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। পঞ্চম স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’, ষষ্ঠতে ‘রাঙামতি তীরন্দাজ’, সপ্তমে ‘মিত্তির বাড়ি’, অষ্টমে ‘ উড়ান’, নবমে ‘আনন্দী’ এবং দশমে ‘গৃহপ্রবেশ’।

জায়গা ধরে রেখেছে জগদ্ধাত্রী
যদি ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের কথা বলা হয়, বর্তমানে সবথেকে পুরনো বাংলা মেগা এটি। এখনও পর্যন্ত রেটিং চার্টে নিজের জায়গাটা পাকাপাকি ভাবে ধরে রেখেছে। এতদিন পেরিয়ে যাওয়ার পরেও টানটান গল্প আর দর্শকদের ভালোবাসায় টিআরপি তালিকায় পাঁচে রয়েছে ‘জগদ্ধাত্রী’। টানা ৩৪বার বেঙ্গল টপার হয়েছিল ধারাবাহিকটি।
সোশ্যাল মিডিয়ায় প্রতিযোগিতা
প্রতি সপ্তাহে ফলাফলের অপেক্ষায় বৃহস্পতিবার সকাল থেকে অপেক্ষায় থাকেন দর্শকরা। তারপর ফলাফল সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় প্রতিযোগিতা। কোন ধারাবাহিক এগিয়ে গেল, কোন ধারাবাহিক স্লট পেল, কিংবা কে প্রথম দশ থেকে ছিটকে গেল, তা নিয়ে চলতে থাকে নানা আলোচনা। আপাতত টিআরপির শীর্ষ জায়গাটা পুনরায় ধরে রাখল ‘পরিণীতা’।