Last Updated on August 15, 2025 by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিজেকে ‘শান্তির দূত’ বলে পরিচয় দিতে তিনি কখনও দ্বিধা করেননি(Trump On India Pakistan)। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট (Donald J. Trump) হওয়ার পর থেকে বিশ্বের নানা প্রান্তে চলা সংঘাত ও যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়মিতই নিজের ঝুলিতে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ফের সেই দাবিই করলেন, সঙ্গে যোগ করলেন ভারত-পাকিস্তান সংঘাত থামানোর প্রসঙ্গ।
পুলওয়ামা-পরবর্তী উত্তেজনা নিয়ে দাবি (Trump On India Pakistan)
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে তীব্র সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল, তা শান্ত করার পিছনে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনিই(Trump On India Pakistan)। তিনি বলেন, “ভারত ও পাকিস্তান সম্ভবত পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। আমেরিকা তা হতে দেয়নি, আমরা সমস্যার সমাধান করেছি।” যদিও ভারত বরাবরই জানিয়েছে, তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না এবং সংঘাত সমাধানের জন্য সরাসরি দ্বিপাক্ষিক পথে এগোতে চায়।
ছ’টি যুদ্ধ থামানোর দাবি (Trump On India Pakistan)
বৃহস্পতিবার স্থানীয় সময় হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, গত ছ’মাসে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছ’টি যুদ্ধ থামিয়েছেন। তাঁর দাবি, “এতে আমি খুব গর্বিত। শুধু সংঘাত থামাইনি, শান্তি স্থাপন করেছি।” এ প্রসঙ্গে তিনি আবারও বলেন, “আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মনে করি।” তাঁর এই বক্তব্যকে সমর্থনও করেছেন কয়েক জন বিশ্বনেতা।

আরও পড়ুন : Trump Putin Meeting : ট্রাম্প পুতিন বৈঠক কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?
ভারত-পাকিস্তান প্রসঙ্গে বিস্তারিত মন্তব্য (Trump On India Pakistan)
ভারত-পাকিস্তান সংঘাতের উদাহরণ টেনে ট্রাম্প বলেন, “তারা একে অপরের যুদ্ধবিমান গুলি করে নামিয়েছিল। অন্তত ছয় বা সাতটি যুদ্ধবিমান। পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছিল, তারা পারমাণবিক সংঘাতের মুখে ছিল। কিন্তু আমরা দ্রুত হস্তক্ষেপ করে উত্তেজনা প্রশমিত করেছি।”
রাশিয়া-ইউক্রেন শান্তি মিশন (Trump On India Pakistan)
বর্তমানে ট্রাম্পের প্রধান লক্ষ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানা(Trump On India Pakistan)। সেই উদ্দেশ্যে তিনি শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। ট্রাম্প আশা করছেন, ভবিষ্যতের একটি বৈঠকে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এক টেবিলে আসতে পারেন। যদিও সেই বৈঠকের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, এবং তা অনেকটাই নির্ভর করছে শুক্রবারের আলোচনার ফলাফলের উপর।

আরও পড়ুন : Humayun Tomb : দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা !হুমায়ুনের সমাধিক্ষেত্রের একাংশ ধসে মৃত্যু ৫ জনের
সতর্কতা ও ভবিষ্যৎ পরিকল্পনা (Trump On India Pakistan)
আলাস্কার বৈঠকের আগে পুতিনকে সতর্ক করে রেখেছেন ট্রাম্প, যদিও তাঁর মতে দ্বিতীয় বৈঠকই বেশি গুরুত্বপূর্ণ হবে(Trump On India Pakistan)। তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রথম বৈঠকে কিছু প্রাথমিক সমঝোতা হতে পারে, কিন্তু মূল সমাধান পেতে আরও আলোচনার প্রয়োজন হবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই শান্তি-প্রচেষ্টা একদিকে আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর ভাবমূর্তি বাড়াতে পারে, আবার অন্যদিকে সমালোচকদের কাছে তা রাজনৈতিক প্রচারণার অংশ বলেই মনে হতে পারে। তবে ভারত-পাকিস্তান সংঘাতের কৃতিত্ব পুনরায় দাবি করে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সরব হয়ে ট্রাম্প আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে নিজেকে ফের একবার তুলে ধরলেন।