ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট ভারত-আমেরিকা। সন্ত্রাস দমনে জোর দুই রাষ্ট্রনেতার। মুম্বই হামলার মূল চক্রীকে (Mumbai attack mastermind) হাতে পাচ্ছে ভারত। রানাকে ভারতে প্রত্যর্পণের আশ্বাস আমেরিকার। ২৬/১১-র চক্রীকে ভারতে ফেরত পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত আমেরিকার রাষ্ট্রনেতার।
মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার অন্যতম মাস্টারমাইন্ড (Mumbai attack mastermind) তাহাউর হুসেন রানাকে হাতে পেতে আর কোনও বাধা রইল না ভারতের। আমেরিকার আদালত আগেই তাহাউর রানার প্রত্যর্পণে সায় দিয়েছিল। এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, “ভয়ঙ্কর মানুষ রানাকে দ্রুত ভারতের হাতে তুলে দেওয়া হবে। বিশ্বজুড়ে ইসলামিক সন্ত্রাস রুখতে যৌথভাবে কাজ করবে ভারত-আমেরিকা।”
আরও পড়ুন: Manipur : মিলল না বীরেনের বিকল্প, মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন
তাহাউর রানা ভারতে ফেরানোর সিদ্ধান্ত (Mumbai attack mastermind)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই পুরনো বন্ধুকে আলিঙ্গন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শেষেও ধরা পড়ল দুই রাষ্ট্রপ্রধানের উষ্ণ সম্পর্কের সেই ছবি। মুম্বই হামলার অন্যতম চক্রী (Mumbai attack mastermind) তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। চলতি বছরের শুরুতেই রানার প্রত্যর্পণে সায় দিয়েছিল আমেরিকার একটি আদালত।
আরও পড়ুন: Narendra Modi : দু’দিনের মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী, বৃহস্পতিবারই মোদী-ট্রাম্প বৈঠক
২৬/১১ কাণ্ডের অন্যতম চক্রী কানাডার নাগরিক রানা এখন আমেরিকায় জেল খাটছে। মুম্বইয়ে হওয়া ওই ভয়াবহ হামলায় ছয় মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায ফের তাকে গ্রেফতার করা হয়। গত বছর আগস্ট মাসে মার্কিন কোর্ট অফ আপিল ফর নাইনথ সার্কিট তাহাউরের প্রত্যর্পণে সায় দেয়।