ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনেকের কাছে চশমা বিষয়টি শরীরের অঙ্গের মতো। না থাকেলে যেন সব কিছুই অচল। অনেকের কাছে সারাজীবনের সঙ্গী চশমা। তা চোখের পাওয়ার যাই হোক না কেন, সুন্দর, ঝকঝকে চশমা কার না ভাল লাগে৷ খুদে থেকে বৃদ্ধ— চশমা ব্যবহার করেন অনেকেই। তবে চশমারও যত্ন(Cleaning Tips)নেওয়া উচিত৷ আর যার জন্য রয়েছে, বেশ কিছু নিয়ম৷
দাগছোপে ভরা চশমা?(Cleaning Tips)
যন্ত্রনির্ভর যুগে চোখের সমস্যা হওয়াটা অস্বাভাবিক নয়। এক্ষেত্রে রোজ চশমা ব্যবহার করলে চশমায় ময়লা জমবে, সেটাই স্বাভাবিক। পরিষ্কার(Cleaning Tips) না রাখলে চশমার কাচ অল্পদিনেই বদলাতে হয়। সেটা সত্যিই ব্যয়সাপেক্ষ। চশমার ময়লা পরিষ্কার করতে অনেকেই কাচ নষ্ট করে ফেলেন। কেউ আবার রুমাল কিংবা সুতির পাতলা কাপড় দিয়ে চশমার কাচ মুছে নেন। তাতে ধুলো একেবারেই পরিষ্কার হয় না। বরং কাচ নষ্ট হয়ে যায়। তবে কয়েকটি উপায় আছে চশমার কাচ পরিষ্কার করার।

চশমার কাচ পরিষ্কার করতে ঘরোয়া টোটকার খোঁজ(Cleaning Tips)
প্রতমত, ঘরোয়া টোটকায় চশমার কাচ পরিষ্কারের(Cleaning Tips) অন্যতম একটি উপায় হল দাঁত মাজার মাজন। দাঁত পরিষ্কার রাখার পাশাপাশি মাজন চশমার কাঁচ পরিষ্কার রাখতেও কার্যকরী। তবে একেবারেই অল্প মাজন ব্যবহার করতে হবে। কাচে ভাল করে মাজন লাগিয়ে হালকা ঘষে নিলেই চশমার কাচ পরিষ্কার হবে।

আরও পড়ুন: Rathayatra 2025: বাড়িতেই জগন্নাথের কৃপা লাভ, রথের রশিতে টান দিতে না পারলেও মিলবে সমান ফল!
দ্বিতীয়ত, বেকিং সোডার সঙ্গে খানিকটা ভিনিগার মিশিয়ে নিন। এর পর এই মিশ্রণটি চশমার কাচে ভাল করে লাগিয়ে তুলো অথবা সুতির কাপড় দিয়ে ভাল করে ঘষে নিন। চশমা দারুণ পরিষ্কার হয়ে যাবে।

তৃতীয়ত, শীতে ত্বকের যত্ন নিতে গ্লিসারিন ব্যবহার করেন অনেকেই। সামান্য গ্লিসারিন কিন্তু চশমার কাচ পরিষ্কারের কাজে লাগাতে পারেন। গ্লিসারিন চশমার কাচের জমে থাকা ময়লা দূর করতে ভীষণ ভাবে পারদর্শী।
আরও পড়ুন: Kitchen Tips : বর্ষার বোটকা গন্ধে রান্নাঘরে কষ্ট? সহজ টোটকাতেই মিলবে মুক্তি!