ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাস্তায় বেরোলে শুনতে হচ্ছে কটু কথা (Tui Amar Hero Update)। অপবাদের জেরে ভেঙে গিয়েছে দিদির বিয়ে। এবার কি করবেন মোহনা (Mohona Maiti)? বলা হচ্ছে ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero) ধারাবাহিকের গল্পের কথা। আগামী পর্বে কী হতে চলেছে? আসতে চলেছে বড় টুইস্ট। এই প্রতিবেদনে রইল আগামী পর্বের কিছু আপডেট।
পরিবারের জন্য আরশির লড়াই (Tui Amar Hero Update)
খুব বেশিদিন হয়নি, পর্দায় সম্প্রচারিত হতে শুরু করেছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিক (Tui Amar Hero Update)। জি বাংলার (Zee Bangla) পর্দায় প্রতিদিন সন্ধে ৬ টায় এই ধারাবাহিকটি সম্প্রচারিত হয়। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রুবেল দাস (Rubel Das) এবং মোহনা মাইতি। রুবেল অভিনয় করছেন সুপারস্টার শাক্যজিতের ভূমিকায়। অপরদিকে মোহনাকে দেখা যাচ্ছে মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে আরশির ভূমিকায়। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সে অক্লান্ত পরিশ্রম করে। পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে চায়। কিন্তু এবার চক্রান্তের জালে জড়িয়ে পড়েছে। সেখান থেকে বাঁচতে জীবনের অন্যতম একটা বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে তাকে।
আরশি-শাক্যজিতের ঘনিষ্ঠ ছবি (Tui Amar Hero Update)
কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে প্রোমো। যেখানে দেখা যায়, রাস্তায় বেরোলেই আরশিকে শুনতে হচ্ছে নানান কটুকথা। গণমাধ্যমে ছেয়ে গিয়েছে তার আর শাক্যজিতের ঘনিষ্ঠ ছবি। যার জেরে পাত্রপক্ষ তার দিদির বিয়ে ভেঙে দিয়েছে। আরশি এখন ভীষণ ক্ষিপ্ত। সে চাইছে তার বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিকার পেতে। তাই দৌড়ে যায় শাক্যজিতের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে কোনও সুরাহা হয়নি। উল্টে তার উপর শাক্যজিৎ চাপিয়ে দেয় অন্য শর্ত। বলে আরশিকে তাকে বিয়ে করতে হবে। কিন্তু প্রোমোর আগের ঘটনাটা কী ? অর্থাৎ কেনই বা এত বড় চক্রান্তে আরশি ফেঁসে গেল?
আরও পড়ুন: Saif Ali Khan: সইফ কাণ্ডে বাড়ল বিপদ! অভিযুক্তের বিরুদ্ধে জমা হাজার পাতার চার্জশিট
কী হতে চলেছে আগামী পর্বে?
আগামী পর্বে দেখতে পাবেন, এবার সুপারস্টারের পর্দার প্রেম নয়, ক্যামেরা বন্দি হয়েছে আসল প্রেম। সুপারস্টার শাক্যজিতকে দেখা গিয়েছে সন্ধ্যেবেলায় একটি পার্কের নির্জন জায়গায়। তাও আবার সাথে রয়েছে একজন নারী। যার সঙ্গে তাকে ঘনিষ্ঠ হতে দেখা যায়। তবে সে তার প্রেমিকা মধুবনী নয়। তাহলে কে? এই প্রশ্ন উঠতেই উত্তরও চলে আসে খুব সহজেই। খবর শোনা যায়, এটি আর কেউ নয়, আরশি মজুমদার।
আরও পড়ুন: Salim Akhtar: প্রয়াত তামান্নার ‘পর্দার জন্মদাতা’, কাঁদছে গোটা বলিউড!
কেমন হবে সম্পর্কের রসায়ন?
এবার গল্পের মোড় কোন দিকে এগোবে, সেটাই দেখার। যদিও এর আগে ধারাবাহিক শুরুর দিকে প্রোমোতে দেখিয়ে দেওয়া হয়েছিল, সুপারস্টার শাক্যজিতের সঙ্গে সাধারণ স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মোহনাকে। গল্প আপাতত সেদিকেই এগোচ্ছে। কিন্তু কেমন হবে তাদের প্রেমের কেমিস্ট্রি? জানা গিয়েছে, শাক্যজিতের একজন প্রাক্তন প্রেমিকা ছিল। যাকে মন থেকে ভালবাসতেন সে। তাকে ভুলে নতুন করে শাক্যজিৎ সংসার শুরু করতে পারবে তো? আপাতত এই প্রশ্নের উত্তর সময়ের গর্ভে।