ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুধু সর্দি-কাশির জন্য নয়, আপনার ত্বককে (Tulsi Pata for Skin Care) উজ্জ্বল করে তুলতে, আপনার ত্বকের যত্ন নিতে তুলসী পাতার চেয়ে ভালো আর কিছু নেই। সকলের বাড়িতে প্রায় তুলসী গাছ আছে। আর না থাকলেও নেই চিন্তা। বাজারে খুব সস্তায় কিনতে পাওয়া যায় তুলসী পাতা। এই সহজলভ্য উপাদান দিয়েই বাড়িতেই যত্ন নিন নিজের ত্বকের।
ব্রণ নিরাময় (Tulsi Pata for Skin Care)
তুলসী পাতা অ্যান্টি-ব্যাকটেরিয়াল (Tulsi Pata for Skin Care) বৈশিষ্ট্যের কারণে ব্রণ নিরাময়ে কার্যকর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, তুলসি পাতা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়তা করে। তাই যদি আপনার অ্যাকনে প্রন স্কিন হয়ে থাকে, তবে ব্রণের জায়গায় অল্প অল্প করে তুলসী পাতা বেটে লাগিয়ে নিন। তুলসী পাতা লাগাবার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিন।
দূর করে ত্বকের দাগ (Tulsi Pata for Skin Care)
তুলসী পাতায় অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান (Tulsi Pata for Skin Care) রয়েছে, যা ত্বকের দূষিত পদার্থ বের করে ত্বককে উজ্জ্বল করে। তাছাড়া, এটি ত্বকের পিগমেন্টেশন কমাতে সহায়তা করে। ত্বকের ডেড সেল দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল।
জ্বালা থেকে রেহাই
তুলসী পাতা প্রদাহ-বিরোধী উপাদান সমৃদ্ধ, যা ত্বকের লালভাব, ফোলাভাব এবং চুলকানি কমাতে সহায়তা করে। এছাড়া তুলসী পাতার এই অ্যান্টিফ্ল্যামেটরি গুন ত্বকের ট্যানিং-ও রিলিফ দেয়।
আরও পড়ুন: Sleep Talking: ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলার অভ্যেস? নেপথ্যে গুরুতর কারণ নেই তো?
বেসন ও তুলসী পাতা
বেসন ও তুলসি পেস্ট করে মিশিয়ে ত্বকে লাগালে কালো দাগ দূর হয়। বেসন ত্বকের কালোভাব দূর করে। ত্বককে উজ্জ্বল করে।
টক দই ও তুলসী পাতা
শুষ্ক ত্বকের জন্য তুলসী পাতার পেস্ট বা গুঁড়ো টক দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের জৌলুস আসবে ফিরে।

গোলাপ জল
তৈলাক্ত ত্বকের জন্য তুলসী পাতার পেস্ট বা গুঁড়ো গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। গোলাপ জল হল প্রাকৃতিক টোনার। মুখের অতিরিক্ত অয়েল দূর করে মুখে ফিরিয়ে আনে জেল্লা। ত্বক করে মসৃণ।
তুলসী টোনার
একটি পাত্রে গরম জল নিন। তার মধ্যে তুলসী পাতা দিয়ে ভালো করে ফোটান। জলের রং পাল্টে সবুজাভ হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এরপর জলের তাপমাত্রা রুম টেম্পারেচারে চলে এলে স্প্রে বোতলে ভোরে ব্যবহার করুন এই টোনার।