ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গ্যাস সংস্থার বিষাক্ত জলে পড়ে মৃত্যু ২ ঠিকা শ্রমিকের! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও ৩ শ্রমিক (Asansol News)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরের পারুলিয়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থা এসারএর বজ্র মিশ্রিত জলে পড়ে যায় এক ঠিকা শ্রমিক, তাকে উদ্ধার করতে গিয়ে আরো এক শ্রমিক ওই বজ্র মিশ্রিত জলে ঝাঁপ দেন। ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করতে গিয়ে আরও ৩ শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ ও কারখানা সূত্রে খবর, মৃত দুই শ্রমিকের নাম আকাশ বাধ্যকর (২৫) ও অনুপ সরকার (২৬)।
আকাশের বাড়ি কাঁকসার জামবনে ও অনুপ মালদহের বাসিন্দা। অন্যান্য দিনের মতনই মঙ্গলবার সকালে উত্তোলনকারী সংস্থার পারুলিয়া ২৪২ নম্বর পিঠে কাজে যোগ দেয় এই শ্রমিকেরা (Asansol News)। আচমকার গ্যাস উত্তোলনের পর বজ্র মিশ্রিত জমা জলে পড়ে যান তারা। স্থানীয়দের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে বিধাননগর মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে আকাশ ও অনুপকে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: https://tribetv.in/bus-drivers-on-strike-at-krishnanagar-ranaghat-route/
আরও পড়ুন: https://tribetv.in/allegations-of-corruption-in-rupashree-prakalpa/
হাসপাতাল সূত্রে খবর, সেখানে চিকিৎসকরা আকাশ ও অনুপ কে মৃত বলে ঘোষণা করে। বাকি তিন জন শ্রমিক ওই হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় থেকে শ্রমিকদের অভিযোগ, সংস্থার গাফিলতি জেরে মারা গেল দুই ঠিকা শ্রমিক। কারখানার মালিক কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন তারা (Asansol News)।