ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলে গেলেন পথের পাঁচালী-র (Pather Panchali) উমা (Uma Dasgupta Death)। মনে পড়ে? সত্যজিৎ রায়ের (Satyajit Ray) সেই ‘পথের পাঁচালী’ সিনেমাটির কথা। ছবিতে দুর্গার (Durga) মৃত্যুতে সেদিন শুধুমাত্র সর্বজয়া আর হরিহর কাঁদেনি। কেঁদেছিল প্রত্যেক দর্শক। এখনও যখন সিনেমাটি মানুষ দেখেন, মুগ্ধ হয়ে যান। দুর্গার সরলতায়। কী নিপুণ দক্ষ ভাবে, এক গ্রাম্য সরল মেয়ের চরিত্র ফুটিয়ে তুলেছিল সেদিনের সেই দুর্গা। মন খারাপ করা খবর হল, পথের পাঁচালী-র সেই দুর্গা অর্থাৎ উমা দাশগুপ্ত (Uma Dasgupta) আর নেই।
শৈশব থেকেই অভিনয়ে (Uma Dasgupta Death)
উমা দাশগুপ্ত (Uma Dasgupta Death), এই নামে তাঁকে কজন চেনেন বলুন তো ? কিন্তু দুর্গা নামে তাকে সবাই চিনত। শৈশব থেকেই তিনি থিয়েটার করতেন। থিয়েটার করতে ভালোবাসতেন। অভিনয় তাঁর রন্ধে রন্ধে ছিল। যে স্কুলে পড়তেন, সেখানেই প্রধান শিক্ষকের সঙ্গে পরিচয় ছিল সত্যজিৎ রায়ের। আর সেই সুবাদেই সত্যজিৎ রায় তাঁর ‘পথের পাঁচালী’র জন্য আবিষ্কার করে ফেললেন দুর্গাকে। কিন্তু উমা দাশগুপ্তের বাবা কখনোই চাননি, তাঁর মেয়ে অভিনয় করুক। সিনে দুনিয়ায় মেয়ে পা রাখুক, চাইতেন না। যদিও অবশেষে পরিচালক উমার পরিবারকে রাজি করিয়ে নেন।
বিতর্ক (Uma Dasgupta Death)
এই তো বছর দুয়েক আগের কথা। যখন অনিক দত্তের ‘অপরাজিতা’ এল। তখন সেখানে দুর্গা চরিত্র দেখেই, উমা দাশগুপ্তর মেয়ে শ্রীময়ী অভিযোগ করে বলেছিলেন, ছবিতে তাঁর মায়ের চরিত্রকে ভুল ভাবে দেখানো হয়েছে। বিষয়টা নিয়ে বেশ সোরগোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় চলে নানান বিতর্ক। কয়েক মাস আগেই, আবারো সোশ্যাল মিডিয়ায় একটা খবর রটে। উমা দাশগুপ্ত নাকি প্রয়াত (Uma Dasgupta Death) হয়েছেন। সিনে দুনিয়ার অন্দরে শোরগোল পড়ে গেল। যদিও জানা যায়, খবরটি ভুল। অভিনেত্রী সুস্থ রয়েছেন এবং ভালো রয়েছেন।
আরও পড়ুন: Neem Phooler Madhu: অবশেষে শ্বাশুড়ি বৌমার মিলন, তবে কি শেষের পথে নিম ফুলের মধু?
খবর সত্যি হল নভেম্বরে
যদিও সেটা মার্চ মাসের কথা ছিল। তবে নভেম্বর মাসে যে খবরটা এল, সেটা সত্যিই হৃদয় বিদারক। ১৮ নভেম্বর অর্থাৎ সোমবার। অভিনেত্রী উমা দাশগুপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি যে আবাসনে থাকতেন, সেই একই আবাসনে থাকেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। শোনা যাচ্ছে, তিনি অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: Diamond Didi Zindabad: জনপ্রিয়তা থাকলেও স্লট-হারা, বন্ধ হয়ে গেল ডায়মন্ড দিদি জিন্দাবাদ
অপূরণীয় ক্ষতি
দুর্গা ওরফে উমা দাশগুপ্তের প্রয়াণ সত্যি মেনে নেওয়ার নয়। দুর্গার চরিত্রে তিনি বাঙালির মন জয় করে নিয়েছিলেন। কিন্তু আগাগোড়াই থেকে গেলেন লাইম লাইটের অন্তরালে। অথচ কী আশ্চর্য! একটা সিনেমার সেই ছোট্ট দুর্গা আর তার অভিনয় আজও পর্যন্ত দর্শকদের মনে জীবন্ত। বাঙালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী রচনা ‘পথের পাঁচালী’র দুর্গাকে কোনও দিন ভুলবে না। সেই দুর্গাকে নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন উমা দাশগুপ্ত।