Winter Tips: ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীতের সময় জুতো-মোজা পরে কোথাও গিয়েছেন। জুতো খুলে যেই কোথাও আড্ডা দেওয়ার জন্য বসেছেন, অমনি লজ্জার একশেষ! হঠাৎই নাকে আসছে বাজে গন্ধ (Winter Tips)। আশপাশের লোকেরাও বিরক্তির প্রকাশ করছেন। বুঝতে পারলেন এটা আপনারই কম্ম। অর্থাৎ আপনার মোজা থেকেই আসছে দুর্গন্ধ। করবেন কী? রইল তারই হদিশ।
শীতে মোজা পরলে কেন হয় দুর্গন্ধ? (Winter Tips)
আসলে সারা বছর না পরলেও শীতে মোটামুটি সকলেই মোজা পরেন। এদিকে সারাদিন জুতো-মোজা পরে থাকলেই পায়ের দুর্গন্ধে নাজেহাল অবস্থা! তবে কয়েকটি ঘরোয়া উপায়(Winter Tips) মানলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ডাক্তারি শাস্ত্রে ব্রোমোডোসিস নামের এই ব্যারামটি পায়ে থাকা ঘামের সঙ্গে মোজার ব্যাকটিরিয়াকে মিশিয়ে ফেলে। ফলে পায়ের দুর্গন্ধ বেড়ে যায় দ্রুত। তবে এর থেকে মুক্তির উপায়ও রয়েছে হাতের কাছেই।
উষ্ণ নুন জলে পা ভিজিয়ে রাখুন (Winter Tips)
শীতকালেও অনেকের পা ঘেমে যায়। তাই পায়ের যত্ন নিন সবার আগে। রোজ রাতে বাড়ি ফিরে উষ্ণজলে নুন ফেলে পা ভিজিয়ে রাখুন(Winter Tips)। তার পর ভালো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। কিংবা বাড়ি থেকে বার হবার আগে ১৫ মিনিট ঈষদুষ্ণ নুন জলে পা ডুবিয়ে রাখুন। নুন ছত্রাক রোধ করে। ফলে পা ঘামা কমিয়ে দেয় অনেকটাই। ভিনিগার আর গরম জল দিয়েও পা ধুতে পারেন। এটি পেডিকিওরের কাজ-ও করে।
আরও পড়ুন: Facial Hair Removal: এখন আর যন্ত্রণাদায়ক ওয়্যাক্স নয়, মুখের রোম তুলুন এসব ঘরোয়া প্যাক দিয়েই
চামড়ার জুতোয় বেকিং সোডার ব্যবহার (Winter Tips)
জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিন। পরদিন জুতোর ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতোয় বেকিং সোডা ব্যবহার করবেন না।
রোজ মোজা কেচে নিন। পারলে ডেটল জল ব্যবহার করুন। কিংবা একাধিক মোজা কিনে মাঝে মধ্যে বদলে নিন। দেখবেন এতে সমস্যা মিটবে। ভুলেও গন্ধ মোজায় পারফিউম স্প্রে করবেন না। এতে সমস্যা আরও বাড়তে পারে।
জুতোর মধ্যে ন্যাপথোলিন রাখুন
সপ্তাহে একবার জুতো রোদে দিন। এতে জুতো যেমন ভাল থাকবে, তেমনই দুর্গন্ধও হবে না। প্রয়োজনে জুতোর মধ্যে ন্যাপথোলিন রাখতে পারেন। রাতে জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিতে পারেন। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে ভ্যানিশ হয়ে যাবে।
আরও পড়ুন: Cauliflower: একঘেয়ে ফুলকপির তরকারি খেয়ে ক্লান্ত! ঝটপট বানিয়ে ফেলুন কোর্মা-ঝালপিঠে
স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে ব্যবহার করুন লবঙ্গ
স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য নুন ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে। জুতোর মধ্যে কয়েকটি লবঙ্গ রাখলেও উপকার পাবেন।