ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাজেট ২০২৫। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট অধিবেশনের শুরু থেকেই লক্ষ্য ছিলো বাজেটে গরিব-সাধারণ মানুষের জন্য কতটা জনদরদী হবে সরকার। শুক্রবার বাজেট অধিবেশন নিয়ে সংসদ চত্বরে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিলো মা লক্ষ্মীর স্তব স্তুতি। শনিবার নির্মলার বাজেটে (Union Budget 2025) সেই কথায় ঝড়ে পড়ল। বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
আয়করে কত ছাড় Union Budget 2025:-
শনিবার বাজেটে সাধারণ-মধ্যবিত্ত চাকুরীজীবীদের জন্য সুরাহার কথা শোনান নির্মলা সীতারমণ (Union Budget 2025) । জানান, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দেওয়া লাগবে না কোনও কর। তবে বার্ষিক ১২-১৬ লক্ষ টাকা আয়ে কর দিতে হবে ১৫ শতাংশ। বার্ষিক ১৬-২০ লক্ষ টাকা আয়ে কর দিতে হবে ২০ শতাংশ। ২০-২৪ লক্ষ টাকা আয়ে কর দিতে হবে ২৫ শতাংশ। বছরে ২৪ লক্ষ টাকার বেশি আয়ে কর দিতে হবে ৩০ শতাংশ।
আরও পড়ুন:https://tribetv.in/shashi-tharoor-reply-to-trump-about-brics-currency/
সব মিলিয়ে বলা যেতে পারে তৃতীয় মোদি সরকারের বাজেটে (Union Budget 2025) মধ্যবিত্তদের জন্য বড় কর ছাড় দিলো সরকার। বছরে ১৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে সাশ্রয় ৭০ হাজার টাকা। বছরে ২৫ লক্ষ টাকা আয়ে কর সাশ্রয় ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন করদাতারা। তার চেয়ে বেশি রোজগারের ক্ষেত্রেও সব মিলিয়ে কর কমবে। যার অর্থ মধ্যবিত্তদের হাতে বাড়তি নগদ থাকবে। যা পরোক্ষে অর্থনীতিতে চাহিদা বাড়ানোর উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: https://tribetv.in/new-income-tax-bill-will-be-introduced-next-week/
বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর নয়। ঘোষণা করে বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার তিনি বলেন, ‘মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে(Union Budget 2025) ।’