Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গে রেড কার্পেট বিছিয়ে রেখেছেন বলেও কটাক্ষ করেন তিনি। সেই সঙ্গে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন তিনি।
বুধবার ঝাড়খণ্ডে বিধানসভা ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরেই কলকাতায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
ঝাড়খণ্ডে রোহিঙ্গা এবং বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জন্য সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকেই দায়ী করলেন গিরিরাজ সিং। নির্বাচনে জিতে ক্ষমতায় এলে রাজ্য থেকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা বিতাড়িত করার প্রতিশ্রুতিও দিয়েছেন গিরিরাজ। আক্রমণ শানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ঝাড়খণ্ডে আদিবাসীদের অস্তিত্ব রক্ষা করাই এখন তাঁদের মূল উদ্দেশ্য। রোহিঙ্গা এবং বাংলাদেশীদের আটকাতে ব্যর্থ বাংলার সরকার।”
বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও সরব হন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, ”আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলায় নেই। কিম জং এর মত আচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” বুধবার মুর্শিদাবাদের বেলডাঙা যাওযার পথে কৃষ্ণনগর থেকে গ্রেফতার হন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার গ্রেফতারি নিয়েও সরব হন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিরোধীদের কন্ঠ রোধ করা হয়েছে বলেও দাবি করেন। তিনি বলেন,”বিরোধীরা কিছু বললেই গ্রেফতার করছে। সুকান্ত মজুমদারকেও গ্রেফতার করা হয়। আমার তো ভয় হয় রাজ্যপাল কেই না গ্রেফতার করে নেয়।”
আরও পড়ুন: https://tribetv.in/barrackpur-vice-chairman-satyajit-banerjee-mysterious-death-three-arrested/
এর আগেও নির্বাচনী আবহে বহুবার বঙ্গ সফরে এসে রাজ্যের আইন শৃঙ্খলা, শাসন ব্যবস্থা নিয়ে বাংলার শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছেন একাধিক কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। সরব হন নারী নিরাপত্তা নিয়েও। ফের একবার সেই সুরেই সুর মিলিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।