ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রাশিয়া থেকে খনিজ তেল আমদানিকারী দেশগুলির মধ্যে রয়েছে ভারত ও চিন। ভারতের উপর ইতিমধ্যেই ৫০% মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে (US China Trade)। প্রশ্ন উঠেছিল—একই পথে কি হাঁটবে ওয়াশিংটন বেজিংয়ের ক্ষেত্রেও? এতদিন বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump)। তবে এবার তিনি সোজাসুজি বাণিজ্য বার্তা পাঠালেন চিনকে—তেল নয়, সয়াবিনকে কেন্দ্র করেই।
সয়াবিন ইস্যুতে চাপ বাড়ালেন ট্রাম্প (US China Trade)
সোমবার সকালে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন,“সয়াবিনের অভাব নিয়ে চিন চিন্তিত (US China Trade)। আমাদের চাষিরা অসাধারণ সয়াবিন উৎপাদন করেন। আশা করছি, চিন দ্রুত সয়াবিনের অর্ডার চারগুণ বাড়াবে। এতে তাদের আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে সাহায্য হবে।” তার ইঙ্গিত, বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে এই কৃষিপণ্যটির উপর। দ্রুত সরবরাহের আশ্বাসও দিয়েছেন তিনি।
শুল্ক যুদ্ধবিরতির শেষপ্রহর (US China Trade)
চিন ও আমেরিকার মধ্যে শুল্ক সংক্রান্ত ‘যুদ্ধবিরতি’ শেষ হচ্ছে মঙ্গলবার। শঙ্কা ছিল, এরপরই ট্রাম্প চিনের উপর উচ্চহারে শুল্ক বসাতে পারেন। আগেও তিনি বলেছিলেন—ভারতের মতো চিনের ক্ষেত্রেও শুল্ক বসানো হতে পারে। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: Chetak and Cheetah Helicopter : চিতা ও চেতকের অবসান, সেনার জন্য আসছে ২০০ নতুন হেলিকপ্টার
চিনের বিষয়টি জটিল (US China Trade)
রবিবার রাতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট এখনও চিনের শুল্ক বিষয়ে সিদ্ধান্ত নেননি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন—“চিনের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক জটিল। এখানে এমন কিছু বিষয় রয়েছে যা রাশিয়ার প্রেক্ষাপটের সঙ্গে মেলে না।” অর্থাৎ, রাশিয়া থেকে তেল কেনার বিষয় ছাড়াও চিনের সঙ্গে আমেরিকার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত ও সূক্ষ্ম।
শুল্ক আরোপের পেছনে যুক্তি কী? (US China Trade)
ভারতের উপর শুল্ক আরোপের পেছনে যুক্তি দিয়েছে ওয়াশিংটন—রাশিয়া থেকে তেল কেনার অর্থ ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে মস্কোকে সাহায্য করছে(US China Trade)। কিন্তু নয়াদিল্লি জানিয়েছে, তাদের বাণিজ্যনীতি আন্তর্জাতিক বাজারদর ও জাতীয় স্বার্থ অনুযায়ী নির্ধারিত হয়। ভারত প্রশ্ন তুলেছে—রাশিয়া থেকে তেল কিনছে এমন অন্য দেশগুলোর উপর কেন মার্কিন শুল্ক আরোপিত হচ্ছে না?

আরও পড়ুন: Salim Pistol : নেপাল থেকে ধরা পড়ল ভারতের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী সেলিম পিস্তল!
বিশ্বের নজর বেজিং-ওয়াশিংটন সমঝোতার দিকে (US China Trade)
চিনের ক্ষেত্রে শুল্ক আরোপ হবে কি না, তার সিদ্ধান্ত নির্ভর করছে দুই দেশের বাণিজ্য আলোচনার উপর। সয়াবিন অর্ডার বাড়ানো হয়তো বেজিংয়ের জন্য এক ধরনের ‘সমঝোতার পথ’ হতে পারে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির এই দ্বন্দ্ব মিটলে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।