ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার নিউ ইয়র্ক শহরে (US Helicopter Crash) ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। পর্যটন ভ্রমণে আকাশে ওড়া একটি হেলিকপ্টার মাঝ আকাশেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা আছড়ে পড়ে হাডসন নদীতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট-সহ ছয়জনের। মৃতদের তালিকায় রয়েছেন ‘সিমেন্স’-এর স্পেন শাখার কর্তা অগাস্টিন এস্কোবার এবং তাঁর পরিবার।
সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে (US Helicopter Crash)
জানা গেছে, এস্কোবার তাঁর স্ত্রী এবং তিন শিশুসন্তানকে নিয়ে নিউ ইয়র্ক (US Helicopter Crash) শহরটি ঘুরে দেখার পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে একটি হেলিকপ্টার ভাড়া করেন তাঁরা। হেলিকপ্টারটি দুপুর ৩টা নাগাদ উড়েছিল এবং প্রায় ১৮ মিনিট ধরে শহরের আকাশে চক্কর কাটছিল। তবে হঠাৎই মাঝ আকাশে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চোখের পলকেই সেটি হাডসন নদীর উপর সজোরে ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কপ্টারটি পড়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়।
মুহূর্তে একটি বিস্ফোরণ (US Helicopter Crash)
একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কপ্টারটি (US Helicopter Crash) নদীতে পড়ার মুহূর্তে একটি বিস্ফোরণ ঘটে এবং তার পরে সেটি ধীরে ধীরে জলে তলিয়ে যাচ্ছে। যদিও এই ভিডিয়োর সত্যতা এখনো পর্যন্ত যাচাই করা যায়নি।
চারটি মৃতদেহ উদ্ধার
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরে কপ্টারের ধ্বংসাবশেষ থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।
স্তম্ভিত নিউ ইয়র্ক শহরের মেয়র
নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস ঘটনাটিকে “ভয়াবহ ও হৃদয়বিদারক” বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “নিউ ইয়র্কের মত শহরে যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন, সেখানে এমন দুর্ঘটনা আমাদের সবাইকে স্তম্ভিত করে।”
ডোনাল্ড ট্রাম্পের শোকপ্রকাশ
এই দুর্ঘটনার পরে প্রতিক্রিয়া জানিয়ে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এক সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, “এই দুঃখজনক দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারগুলির প্রতি আমি গভীর সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের শান্তি দিন।”
আরও পড়ুন: SSC Case: এসএসসি দুর্নীতি, চার ‘প্রভাবশালী’র ছায়ায় চাকরি হারালেন হাজার হাজার যোগ্য প্রার্থী!
উদ্ধারকাজ এখনও চলছে
উদ্ধারকাজ এখনও চলছে। হেলিকপ্টারটি কেন আচমকা নিয়ন্ত্রণ হারাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এবং জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড (NTSB)। পর্যটন-উড়ান সংস্থা এবং হেলিকপ্টার ভাড়াদাতা সংস্থার বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, ঠিক কী অবস্থায় হেলিকপ্টারটি আকাশে ওড়ানো হয়েছিল, এবং যান্ত্রিক কোনও ত্রুটি আগে থেকেই ধরা পড়েছিল কি না।