ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরের পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের জঙ্গি হামলা ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চ উত্তপ্ত হয়ে উঠেছে (US On Pahalgam Attack) । ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দার নির্মম হত্যার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। পাল্টা পাকিস্তান হামলার দায় অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। এই আবহেই আন্তর্জাতিক মহলের অবস্থান ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে— চিন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, আর আমেরিকা ভারতের সমর্থনে সরব হয়েছে।
পাকিস্তানের পক্ষে চিন (US On Pahalgam Attack)
পাকিস্তানের পক্ষে সরাসরি সমর্থন জানিয়ে চিন বলেছে, পহেলগাঁও হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত(US On Pahalgam Attack) । রবিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দারের মধ্যে ফোনালাপে এই বার্তা দেওয়া হয়েছে। চিন জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থানের পাশে আছে এবং দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। এতে স্পষ্ট, চিন পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনতে রাজি নয়; বরং পরোক্ষে তাদের অবস্থানকে শক্তিশালী করছে।
ভারতকে পূর্ণ সমর্থন আমেরিকার(US On Pahalgam Attack)
অন্যদিকে, আমেরিকা ভারতকে পূর্ণ সমর্থন জানিয়েছে(US On Pahalgam Attack) । মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র রয়টার্সকে জানান, তাঁরা পহেলগাঁও হামলার নিন্দা করছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে আমেরিকা। পাশাপাশি, ভারত ও পাকিস্তান দুই পক্ষকেই দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump) এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও (JD Vance) প্রকাশ্যে ভারতের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানকে পরোক্ষে সতর্ক করেছেন।

চিন-আমেরিকা সম্পর্ক (US On Pahalgam Attack)
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক সমীকরণে এই অবস্থানবদল গভীর তাৎপর্যপূর্ণ (US On Pahalgam Attack) । ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির ফলে চিন-আমেরিকা সম্পর্কে ইতিমধ্যেই টানাপড়েন শুরু হয়েছে। একইসঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের আধিপত্য রুখতে ভারতকে গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে দেখছে আমেরিকা। ফলে, পহেলগাঁও ঘটনার পর ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকা একদিকে যেমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিল, তেমনি কৌশলগতভাবে চিনকেও ইঙ্গিত দিল।

আন্তর্জাতিক তদন্তের আবেদন (US On Pahalgam Attack)
পাকিস্তানও হাত গুটিয়ে বসে নেই (US On Pahalgam Attack) । ভারতীয় পদক্ষেপের জবাবে তারা সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এবং ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছে। নিজেদের অবস্থান শক্ত করতে তারা চিন, রাশিয়া এবং অন্যান্য পশ্চিমী শক্তির কাছে আন্তর্জাতিক তদন্তের আবেদন জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত আমেরিকা, ফ্রান্স বা যুক্তরাজ্যের মত প্রভাবশালী দেশগুলি প্রকাশ্যে পাকিস্তানের দাবিকে সমর্থন করেনি।
আন্তর্জাতিক চাপে পাকিস্তান (US On Pahalgam Attack)
বর্তমানে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন আন্তর্জাতিক মহলের গভীর নজর কাড়ছে (US On Pahalgam Attack)। পহেলগাঁও হামলার পর ভারতের দৃঢ় প্রতিক্রিয়া, পাকিস্তানের অস্বীকার এবং চিন-আমেরিকার পরস্পরবিরোধী অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক চাপের মুখে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং কূটনৈতিক স্তরে ভারত কতটা সফলভাবে নিজের অবস্থানকে দৃঢ় করতে পারে।