ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশ কয়েকটি দেশের নাগরিকদের উপরে আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা (US Sanction) আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষত ভ্রমণ বা অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। বেশ কিছু মার্কিন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই সেই দেশগুলির নামের তালিকা প্রকাশ হয়েছে, যাদের নাগরিকদের আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
কেন এই নিষেধাজ্ঞা? (US Sanction)
সেই তালিকায় রয়েছে ভারতের মোট চারটি প্রতিবেশী দেশের নামও (US Sanction)। যদিও প্রকাশ হওয়া দেশের তালিকায় সব কটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা নাও হতে পারে আমেরিকার তরফে। কিছু দেশের উপর আংশিক, আবার কিছু দেশের উপর শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। বিশেষত, আমেরিকার জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর। তবে এখনও এই নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মার্কিন সরকার।
কটি দেশের উপর নিষেধাজ্ঞা? (US Sanction)
আমেরিকার সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া এই নিষেধাজ্ঞা (US Sanction) আরোপ করা দেশের তালিকায় মোট ৪১টি দেশের নাম রয়েছে। এই দেশ গুলির তালিকাকে প্রাথমিক ভাবে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
সম্পূর্ণ নিষেধাজ্ঞা কাদের?
এই তালিকার প্রথম ভাগে রয়েছে মোট ১০টি দেশের নাম। তালিকার প্রথম ভাগে থাকা দেশ গুলির নাগরিকদের আমেরিকায় যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে বলে আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। এই নির্দেশ কার্যকর হলে এই দেশ গুলির কোনো নাগরিককে আমেরিকায় প্রবেশের জন্য ভিসা দেওয়া হবে না। এই তালিকায় থাকা দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়ার মতো বেশ কয়েকটি দেশ।
আরও পড়ুন: ISIS Chief: নিখুঁত নিশানা! মার্কিন ক্ষেপণাস্ত্রে খতম ISIS-এর বড় মাথা
আংশিক নিষেধাজ্ঞা কাদের?
আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা দেশের তালিকায় দ্বিতীয় ভাগে রয়েছে মোট পাঁচটি দেশ। এই দেশ গুলির উপর নানা কারণে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে এই দেশগুলির নাগরিকদের। এই দেশগুলির নাগরিকদের আমেরিকায় ভ্রমণ, উচ্চশিক্ষা ও অভিবাসনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার প্রভাব থাকবে। এই তালিকায় থাকা দেশ গুলির মধ্যে রয়েছে হাইতি, লাওস, দক্ষিণ সুদান, মায়ানমার এবং এরিট্রিয়াকের মতো দেশ।
শর্ত সাপেক্ষ প্রবেশ কাদের?
আমেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশের তালিকায় তৃতীয় ভাগে রয়েছে মোট ২৬টি দেশের নাম। এই দেশগুলি নাগরিকদের উপরে শর্ত সাপেক্ষে বিশেষ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে মার্কিন সংবাদ সংস্থা গুলির দাবি। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এই তালিকায় ২৬টি দেশ রয়েছে। যাদের উপর বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে মার্কিন সরকার। সেই শর্ত পূরণ না হলে এই দেশগুলির উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। এই তালিকায় রয়েছে পাকিস্তান, ভুটানের মতো দেশের নাম।
আরও পড়ুন: Elon Musk: মিথ্যে সংবাদের জের, মাস্কের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ!
সিদ্ধান্ত চূড়ান্ত নয়
তবে আমেরিকার তরফে জানানো হয়েছে,এই তালিকা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে আমেরিকার এক সরকারি আধিকারিক। এখনও মার্কিন প্রশাসনের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ঐ মার্কিন আধিকারিক। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে বেশ সমস্যায় পড়তে পারে এই দেশের নাগরিকরা।